SSC-TET Scam: শান্তনু ঘনিষ্ঠ অয়নের কাছ থেকে উদ্ধার নিয়োগ দুর্নীতির তথ্য, আর কার যোগ রয়েছে?
Many documents recovered from Ayan Shil House

নজরবন্দি ব্যুরোঃ নিয়োগ দুর্নীতি মামলায় তদন্তে নেমে শান্তনু বন্দ্যোপাধ্যায়কে গ্রেফতারের পর শনিবার তাঁর একাধিক ঠিকানায় তল্লাশি অভিযান চালিয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। একইসঙ্গে এদিন শান্তনু ঘনিষ্ঠ অয়ন শীলের সল্টলেকের অফিসে রাতভর তল্লাশি চালিয়ে একাধিক তথ্য সংগ্রহ করেছে ইডি। শান্তনু ঘনিষ্ঠ অয়নের কাছ থেকে উদ্ধার নিয়োগ দুর্নীতির তথ্য। যা আগামী দিনে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।

আরও পড়ুনঃ Jitendra Tiwari: জামিন চাইলেন না জিতেন্দ্র, নিজেই সওয়াল করলেন আদালতে

ইডি সূত্রে খবর, নিয়োগ দুর্নীতি সংক্রান্ত একাধিক তথ্য মিলেছে। একইসঙ্গে চাকরি প্রার্থীদের বেশ কিছু নথি আয়নের অফিস থেকে উদ্ধার হয়েছে। সরকারের কোনও কর্তাব্যক্তি না হয়েও কীভাবে তাঁর কাছে নিয়োগ সংক্রান্ত নথি হাজির হল? তা নিয়ে প্রশ্ন জাগছে তদন্তকারী সংস্থার। ইতিমধ্যেই একাধিক তথ্য শান্তনু ঘনিষ্ঠ আয়নের অফিস ও বাড়িত থেকে উদ্ধার করেছে ইডি। যা তদন্তের স্বার্থে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।

SSC-TET Scam: শান্তনু ঘনিষ্ঠ অয়নের কাছ থেকে উদ্ধার নিয়োগ দুর্নীতির তথ্য, আর কার যোগ রয়েছে?
শান্তনু ঘনিষ্ঠ অয়নের কাছ থেকে উদ্ধার নিয়োগ দুর্নীতির তথ্য, বের হল প্রভাবশালী যোগ 

তদন্তকারী সংস্থা সূত্রে খবর, নিয়োগ সংক্রান্ত একাধিক তথ্য ছাড়াও বেশ কিছু নথি উদ্ধার হয়েছে, যার সঙ্গে শান্তনু বন্দ্যোপাধ্যায়ের যোগ রয়েছে বলে জানা গেছে। সূত্রের খবর, জগুদাস পাড়ায় অয়নের তৈরি করা একটি আবাসনে ফ্ল্যাট রয়েছে শান্তনুর। প্রোমোটার অয়নকে জেরার পাশাপাশি তাঁর মা, বাবাকেও জেরা করে ইডি। বাড়িতেও তল্লাশি চালানো হয়। অয়নের পরিবার সূত্রে খবর, একাধিক ফাইল উদ্ধার করেছে ইডি। উদ্ধারের পর সেই নথিগুলি অয়নের বাবাকে দিয়ে সই করানো হয়েছে।

শান্তনু ঘনিষ্ঠ অয়নের কাছ থেকে উদ্ধার নিয়োগ দুর্নীতির তথ্য, বের হল প্রভাবশালী যোগ 

SSC-TET Scam: শান্তনু ঘনিষ্ঠ অয়নের কাছ থেকে উদ্ধার নিয়োগ দুর্নীতির তথ্য, আর কার যোগ রয়েছে?
শান্তনু ঘনিষ্ঠ অয়নের কাছ থেকে উদ্ধার নিয়োগ দুর্নীতির তথ্য, বের হল প্রভাবশালী যোগ 

ইডি সূত্রে খবর, সল্টলেকের এফডি ব্লকের অফিসটি ভাড়া নিয়েছিলেন অয়ন। বছর তিনেক আগে সল্টলেকের বাড়িটি ভাড়া নেন অয়ন। বাড়ির মালিকের দাবি, ভাড়া নেওয়ার সময় নিজেকে সিনেমার প্রোডাকশন হাউজের কাজ করেন বলে দাবি করেন অয়ন।