Jitendra Tiwari: জামিন চাইলেন না জিতেন্দ্র, নিজেই সওয়াল করলেন আদালতে

Jitendra Tiwari: জামিন চাইলেন না জিতেন্দ্র, নিজেই সওয়াল করলেন আদালতে
Jitendra Tiwari in Asansole Court

নজরবন্দি ব্যুরোঃ আসানসোল কম্বল প্রদান অনুষ্ঠানে পায়ে চাপা পড়ে ৩ জনের মৃত্যুর ঘটনায় শনিবার বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারিকে গ্রেফতার করল আসানসোল থানার পুলিশ। রবিবার সকালে আসানসোলের বিশেষ আদালতে নিয়ে যাওয়া হয় জিতেন্দ্রকে। আদালতে নিজের জন্য নিজেই সওয়াল করেন পেশায় আইনজীবী ওই বিজেপি নেতা। এদিন আদালতে জামিন চাইলেন না জিতেন্দ্র। বরং যাওয়ার পথে বিজেপি নেতা বলেন, তৃণমূল সরকার বা পুলিশ নয়, শেষ কথা বলবে আসানসোলের মানুষ।

আরও পড়ুনঃ Srikanto Mahato: ওএমআর শিট ফরেন্সিক পরীক্ষার জন্য পাঠানোর দাবি, এসএসসির প্রতি অনাস্থা মন্ত্রীর

উল্লেখ্য, আসানসোলে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কম্বল প্রদান অনুষ্ঠানে বিরাট বিপত্তি। ঘটনায় ৩ জনের মৃত্যুর হয়। আসানসোলের ঘটনায় সস্ত্রীক জিতেন্দ্রর বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়। জিতেন্দ্র তিওয়ারি ও তাঁর স্ত্রী চৈতালি তিওয়ারি সহ কয়েকজনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়। সেই ঘটনায় সস্ত্রীক জিতেন্দ্র তিওয়ারির নাম থাকলেও নাম ছিল না শুভেন্দু অধিকারীর।

1614698280 1608063467 1607974998 15nblmayor 4col 1
জামিন চাইলেন না জিতেন্দ্র, দুই দিনের হেফাজত চাইলেন 

চৈতালি তিওয়ারিদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন ঝালি বাউরির ছেলে সুখেন বাউরি। তাঁদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩০৪ এবং ৩০৮ ধারায় অভিযোগ দায়ের করা হয়। এপর একাধিকবার তাঁদের খোঁজে পুলিশ গেলেও না পেয়ে ফিরে আসে। এবার জিতেন্দ্রকে গ্রেফতার করল পুলিশ।

গতকাল দিল্লির যমুনা এক্সপ্রেসওয়ে থেকে জিতেন্দ্র তিওয়ারিকে গ্রেফতার করেছে আসানসোল দুর্গাপুর পুলিশ। নয়ডা থেকে স্ত্রী চৈতালি তিওয়ারিকে নিয়ে আগ্রা যাচ্ছিলেন জিতেন্দ্র। তখনই তাঁকে গ্রেফতার করা হয়। এরপর গতকালই তাঁকে কলকাতায় নিয়ে আসা হয়। দমদম বিমানবন্দর হয়ে জিতেনকে নিয়ে যাওয়া হয় দমদমের সরকারি হাসপাতালে। সেখানে স্বাস্থ্যপরীক্ষার পর তাঁকে আসানসোল নিয়ে যায় পুলিশ। এরপর তাঁকে আসানসোলের বিশেষ আদালতে পেশ করা হয়।

জামিন চাইলেন না জিতেন্দ্র, দুই দিনের হেফাজত চাইলেন 

1609974349 5ff6424d5d788 jitendra 1
জামিন চাইলেন না জিতেন্দ্র, দুই দিনের হেফাজত চাইলেন 

এদিন আদালতে জামিন চাননি বিজেপি নেতা। বরং জিতেন্দ্র তিওয়ারি বলেন, আগামিকাল সুপ্রিম কোর্টে এই মামলার শুনানি রয়েছে। সে জন্য পুলিশ হেফাজত দিন। কিন্তু দু’দিনের জন্য দিন। তারপরে সুপ্রিম কোর্টের রায় যা হবে তা দেখে প্রয়োজন হলে আরও ১২ দিন পুলিশ হেফাজত দিয়ে দেবেন। কিন্তু আজ ২ দিনের পুলিশ হেফাজত দিন।