দুই প্রধানেরই হাতছাড়া আইএসএলের সোনার ছেলে, এবার কোথায় খেলবেন তিনি
Diego Mauricio will play in the Odisha FC jersey

নজরবন্দি ব্যুরো: চলতি মরশুমের হিরো আইএসএলে শুরু থেকেই যথেষ্ট দাপট দেখিয়েছে ওডিশা এফসি। প্রথম লেগ থেকে একেবারে দ্বিতীয় লেগ পর্যন্ত নিজেদের প্রথম চারটি দলের মধ্যেই ধরে রেখেছিল জোসেফ গাম্বাউয়ের ছেলেরা। তবে নক আউট পর্বে এটিকে মোহনবাগানের কাছে পরাজিত হওয়ার ফলে আইএসএল জয়ের স্বপ্ন অধরা থেকে গেলেও টুর্নামেন্ট জুড়ে সর্বাধিক গোলের অধিকারী থেকেছে তাদের অন্যতম ভরসাযোগ্য ফরওয়ার্ড দিয়াগো মরিসিও। ওডিশা এফসি আইএসএল যেটুকু সাফল্য পেয়েছে তা ঐ মরিসিওর ওপর ভরসা করেই।

আরও পড়ুন: একধাক্কায় ৫ ডিগ্রি বাড়তে পারে তাপমাত্রা, বৃষ্টি কি হবে? জানাল আবহাওয়া দফতর

Diego Maurício: দুই প্রধানেরই হাতছাড়া আইএসএলের সোনার ছেলে, এবার কোথায় খেলবেন তিনি?

 

তাই অনায়াসেই মোহনবাগান ও ইস্টবেঙ্গলের দুই ফুটবলার ক্লেটন ও পেত্রাতোসকে পিছনে ফেলে সোনার বুট জিতেছেন তিনি। মনে করা হচ্ছিল, আগামী মরশুমে হয়ত ওডিশা থেকে ছিনিয়ে নিতে পারে আইএসএলের অন্যান্য দল। বিশেষ করে ইস্টবেঙ্গল ও মোহনবাগান। এই বিষয়ে সবার আগে উঠে আসছিল এটিকে মোহনবাগানের নাম। কারন শুরু থেকেই ফরোয়ার্ডের অভাব যথেষ্ট ভুগিয়েছে সবুজ-মেরুন ব্রিগেডকে। কিন্তু তাদের আশা পূরণ হল না।

Diego Maurício: দুই প্রধানেরই হাতছাড়া আইএসএলের সোনার ছেলে, এবার কোথায় খেলবেন তিনি?

সম্প্রতি এই সোনার বুট জয়ী তারকার সাথে চুক্তি বাড়াল ওডিশা এফসি। তাই এবারও তিনি থেকে গেলেন ওডিশা এফসিতে। অর্থাৎ আগামী দুই ফুটবল মরশুমেই ওডিশা এফসির জার্সি পরেই ফরোয়ার্ড লাইনে ঝড় তুলবেন রোনালদিনহোর প্রাক্তন সতীর্থ এই ব্রাজিলয়ান তারকা।

দুই প্রধানেরই হাতছাড়া আইএসএলের সোনার ছেলে, ওডিশা এফসিতে খেলবেন দিয়াগো মরিসিও

Diego Maurício: দুই প্রধানেরই হাতছাড়া আইএসএলের সোনার ছেলে, এবার কোথায় খেলবেন তিনি?
দুই প্রধানেরই হাতছাড়া আইএসএলের সোনার ছেলে, ওডিশা এফসিতে খেলবেন দিয়াগো মরিসিও

উল্লেখ, গত আইএসএলে ১২ টি গোল করার পাশাপাশি ২টো অ্যাসিস্ট ও রয়েছে এই তারকা ফুটবলের। আইএসএল পরবর্তী সময়ে তাকে অন্যদল গুলি নেওয়ার কথা ভাবলে ও সুপার কাপের আগেই তাঁর সাথে চুক্তি বাড়ায় ওডিশা। গতকাল মঙ্গলবার নিজেদের স্যোশাল সাইট থেকে সেই কথা সুনিশ্চিত করা হয় ম্যানেজমেন্টের তরফ থেকে।