উৎসবের মরশুমে দেশের করোনা আক্রান্ত খুব সামান্য, দেশ এই মহামারীকে জয় করা সময়ের অপেক্ষামাত্র
corona update news in iondia

নজরবন্দি ব্যুরোঃ দেশে চলছে উৎসবের মরশুম। আর এই উৎসবের মরশুমে দেশের করোনা হাল এক্কেবারে ঠিক পথেই চলছে। গত দু বছরের কোভিড পরিস্থিতি থেকে মা দুর্গার আগমনে জেন শেষ হতে চলেছে। অন্তত পরিসংখ্যান তাই বলছে।

 আরও পড়ুনঃ বন্ধ হয়ে গেল কল্যাণীর টুইন টাওয়ার, দর্শনার্থী প্রবেশে নিষেধাজ্ঞা

দেশ এই মহামারীকে জয় করা এখন শুধু সময়ের অপেক্ষা বলে মনে করা হচ্ছে। আর তার কারন পরিসংখ্যান। স্বাস্থ্যমন্ত্রকের সাম্প্রতিকতম পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা সংক্রমিতের সংখ্যা নেমেছে দু’ হাজারের নিচে।

মঙ্গলবার স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের কোভিড বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন করে মহামারীতে আক্রান্ত ১৯৬৮ জন, যা সোমবারও ছিল ৩ হাজারের বেশি। একদিনে সুস্থ হয়ে উঠেছেন ৩৪৮১ জন। শতকরা হারে যা ৯৮.৭৪ শতাংশ, আগেরদিনের তুলনায় সামান্য বেশি।

উৎসবের মরশুমে দেশের করোনা আক্রান্ত খুব সামান্য, দেশ এই মহামারীকে জয় করা সময়ের অপেক্ষামাত্র

এই মুহূর্তে দেশে করোনা অ্যাকটিভ কেস সাড়ে ৩৪ হাজার। মোট আক্রান্তের ০.০৮ শতাংশ। সব মিলিয়ে দেশ এই মহামারীর এক্কেবারে শেষ পর্যায়ে চলে এসেছে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।