Durga Pujo2022: বন্ধ হয়ে গেল কল্যাণীর টুইন টাওয়ার, দর্শনার্থী প্রবেশে নিষেধাজ্ঞা

বন্ধ হয়ে গেল কল্যাণীর টুইন টাওয়ার, দর্শনার্থী প্রবেশে নিষেধাজ্ঞা
kalyani twin tower themed puja pandal short circuit puja pandal organizers stop people from entering

নজরবন্দি ব্যুরো: শট সার্কিটের জেরে বন্ধ হয়ে গেল কল্যাণীর টুইন টাওয়ার (kalyani twin tower) দেড়শো ফুট উঁচু টুইন টাওয়ার দেখতে ভিড় উপচে পড়েছিল কল্যাণীর আইটিআই মোড়ে। তবে সন্ধে নামতেই মণ্ডপে শর্ট শার্কিট হয়। ফলে দর্শনার্থীদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করে কর্তৃপক্ষ। তা নিয়ে একদফা বিশৃঙ্খলাও তৈরি হয়। কল্যাণীর আইটিআই মোড় দু্র্গাপুজা কমিটি ও স্থানীয় ব্যবসায়ী মিলে এই পুজো আয়োজন করেছেন।

আরও পড়ুন: পুজোতে জেলেতেই ঢাক বাজালেন পার্থ, জমজমাট সংশোধনাগার

সারা মণ্ডপে দেখার মতো আলোকসজ্জা করা হয়েছে। কলকাতার যে কোনও পুজোকে টেক্কা দেওয়ার মতো আয়োজন। মোট ৪০ লাখ টাকা খরচ করে এই মণ্ডপ তৈরি হয়েছে বলে জানা গিয়েছে। যেমন মণ্ডপ, তেমন আলোকসজ্জা। ১৫০ ফুট উঁচু এই টুইন টাওয়ার দেখতে উপচে পড়ছে ভিড়। এমনকি, মানুষের ঢল সামলাতে রীতিমতো হিমশিম খেতে হচ্ছে সবাইকে। আর তার ওপরে বৃষ্টির জেরে পরিস্থিতি আরও বেগতিক হয়েছে। তবে ষষ্ঠীতে বৃষ্টিই সব যেন পণ্ড করে দিল। আচমকা শর্ট সার্কিটে যেন তাল কাটল কিছুটা।

বন্ধ হয়ে গেল কল্যাণীর টুইন টাওয়ার, দর্শনার্থী প্রবেশে নিষেধাজ্ঞা
বন্ধ হয়ে গেল কল্যাণীর টুইন টাওয়ার, দর্শনার্থী প্রবেশে নিষেধাজ্ঞা

বন্ধ হয়ে গেল কল্যাণীর টুইন টাওয়ার, দর্শনার্থী প্রবেশে নিষেধাজ্ঞা

 

16 1

এদিকে কল্যাণীর পুলিশ সুপার অভিষেক বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, মণ্ডপে প্রচুর ভিড় হচ্ছে। স্বেচ্ছাসেবকদের সঙ্গে ভিড় সামলাচ্ছে পুলিশও। তবে মণ্ডপে দর্শনার্থীদের প্রবেশ বন্ধ করার বিষয়ে তিনি অবগত নন বলে জানান। কিন্তু এখন বিভিন্ন প্রশ্ন উঠতে শুরু করেছে দর্শনার্থীদের মধ্যে। যদিও সেই প্রশ্নের কোনো সদুত্তর দিতে পারছেন না সংশ্লিষ্ট উদ্যোক্তারা। তবে, তাঁরা জানিয়েছেন পুলিশ এবং ইলেকট্রিশিয়ানদের সঙ্গে কথা বলার পর লাইট এবং সাউন্ড চালু করার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। মূলত, দর্শনার্থীদের নিরাপত্তাকেই প্রাধান্য দিতে চেয়েছেন তাঁরা।