Calcutta High Court: ওয়েটিং লিস্টেও দুর্নীতি হয়েছে, শুনেই চাঞ্চল্যকর মন্তব্য করলেন বিচারপতি
SSC illegal appointment in waiting list also

নজরবন্দি ব্যুরোঃ নিয়োগের ক্ষেত্রে শুধুমাত্র প্যানেল লিস্ট নয়, ওয়েটিং লিস্টেও দুর্নীতি হয়েছে। এমনকি সর্বত্র ছড়িয়ে পড়েছে দুর্নীতির শিকড়। সোমবার নিয়োগ কলকাতা হাইকোর্টের নিয়োগ দুর্নীতি মামলায় এমনটাই চাঞ্চল্যকর দাবি করে বসল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। পাল্টা বিচারপতি যুক্তি অপরাধে যুক্ত কাউকেই রেয়াত করা যাবে না।

আরও পড়ুনঃ ‘আপনারা আই পি এল খেলুন’, বাংলাদেশের কাছে হারতেই সোশ্যাল মিডিয়ায় মুণ্ডপাত রোহিতদের

এদিন স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ ডি নিয়োগে সিবিআইয়ের সিটের বর্তমানের নেতৃত্বে থাকা অশ্বিন শেনভিকে উপস্থিত থাকার নির্দেশ দিয়েছেন বিচারপতি বিশ্বজিৎ বসু। সেখানেই নবনিযুক্ত তদন্তকারী অফিসার জানান, ২১ হাজার পদে নিয়োগের ক্ষেত্রে দুর্নীতি হয়েছে। এর মধ্যে ৯ হাজারের ওএমআর শিট বিকৃত করা হয়েছে।

ওয়েটিং লিস্টেও দুর্নীতি হয়েছে, জানাল সিবিআই 
ওয়েটিং লিস্টেও দুর্নীতি হয়েছে, জানাল সিবিআই

উল্লেখ্য, গাজিয়াবাদ থেকে যে সমস্ত তথ্য সিবিআই পেয়েছে। তার সঙ্গে স্কুল সার্ভিস কমিশনের দফতরে পাওয়া তথ্য মিলিয়ে দেখতেই প্রচুর গরমিল পাওয়া গেছে। যা ইতিমধ্যেই তদন্তের মোড় ঘুরিয়ে দিয়েছে। সিবিআইয়ের বক্তব্য, প্রথম ভাবা হয়েছিল মেধা তালিকায় গরমিল রয়েছে। কিন্তু এখন দেখা যাচ্ছে ওয়েটিং লিস্টেও দুর্নীতি হয়েছে।

এদিন অশ্বিন শেনভির উদ্দেশ্যে কলকাতা হাইকোর্টের বিচারপতি বিশ্বজিৎ বসু জানান, দুর্নীতির সঙ্গে যুক্ত কাউকেই রেয়াত করা যাবে না। আমি অবাক হচ্ছি। তদন্তে আপনার যা সাহায্য লাগবে আদালতে এসে জানাবেন। এই দুর্নীতির শেষ দেখা দরকার। যারা দুর্নীতিতে যুক্ত, তাঁদের কাউকেই রেয়াত করা যবে না।

ওয়েটিং লিস্টেও দুর্নীতি হয়েছে, জানাল সিবিআই 

ওয়েটিং লিস্টেও দুর্নীতি হয়েছে, জানাল সিবিআই 
ওয়েটিং লিস্টেও দুর্নীতি হয়েছে, জানাল সিবিআই

একইসঙ্গে স্কুল সার্ভিস কমিশনের উদ্দেশ্যে বিচারপত বিশ্বজিৎ বসুর মন্তব্য, নিয়োগের ক্ষেত্রে আরও স্বচ্ছতা আনতে হবে। যোগ্য চাকরি প্রার্থীরা ফলাফলের আশায় ধর্নায় বসে রয়েছেন। যোগ্য প্রার্থীরা শুধুমাত্র নিয়োগপত্র চান বলেও দাবি করেছেন বিচারপতি।