‘আপনারা আই পি এল খেলুন’, বাংলাদেশের কাছে হারতেই সোশ্যাল মিডিয়ায় মুণ্ডপাত রোহিতদের

'আপনারা আই পি এল খেলুন', বাংলাদেশের কাছে হারতেই সোশ্যাল মিডিয়ায় মুণ্ডপাত রোহিতদের
Rohit's sarcasm on social media after losing to Bangladesh

নজরবন্দি ব্যুরোঃ রবিবার মিরপুরে তিন ম্যাচের একদিনের সিরিজের প্রথম ম্যাচে রোহিত শর্মদের ১ উইকেটে হারিয়েছে বাংলাদেশ। ঐতিহাসিক জয়। অবধারিত হার থেকে দেশকে জয়ের সরণিতে নিয়ে এলেন মেহদী হাসান মিরাজ। শেষপর্যন্ত ২৪ বল বাকি থাকতে জয়ে পৌঁছে যায় বাংলাদেশ। ১৮৭ রান তাড়া করতে নেমে ৩৯.৩ ওভারে নবম উইকেট হারায় ওপার বাংলার দল।

আরও পড়ুনঃ ঝালদা পুরসভায় প্রশাসক পদের বিরোধীতা, কলকাতা হাইকোর্টে মামলা দায়ের

2 3

জয় প্রায় নিশ্চিত ভারতের। প্রয়োজন মাত্র এক উইকেট। উভয় দেশের সমর্থকরা ভাবতে পারেনি খাদের কিনারে থেকে ঘুরে দাঁড়িয়ে ম্যাচ জিতবে বাংলাদেশ। আর এই হারের পরেই ভারতীয় দলের মুণ্ড পাত শুরু হয়েছে সোশ্যাল মিডিয়াতে। টি-টোয়েন্টি বিশ্বকাপের পর বিশ্রামে পাঠানো হয়েছিল রোহিত, কোহলি, রাহুল-সহ প্রথম দলের একাধিক সিনিয়র ক্রিকেটার।

'আপনারা আই পি এল খেলুন', বাংলাদেশের কাছে হারতেই সোশ্যাল মিডিয়ায় মুণ্ডপাত রোহিতদের

এই আশায়, যে ছুটি কাটিয়ে ফুরফুরে মেজাজে ২২ গজে নেমে ভাল ফল করবেন তাঁরা। কিন্তু রবিবাসরীয় মীরপুরে সেই আশায় সম্পূর্ণ জল ঢেলে দিল দল। চোটের কারণে ঋষভ পন্থ না থাকায় এদিন উইকেটকিপারের দায়িত্ব পান রাহুল। কিন্তু অতি গুরুত্বপূর্ণ সময়ে ক্যাচ মিস করে জয়ের সব আশা শেষ করে দিলেন তিনি। অনেকেই রাহুলকে ‘বিশ্বাসঘাতক’ আখ্যা দিয়েছেন।

‘আপনারা আই পি এল খেলুন’, বাংলাদেশের কাছে হারতেই সোশ্যাল মিডিয়ায় মুণ্ডপাত রোহিতদের

'আপনারা আই পি এল খেলুন', বাংলাদেশের কাছে হারতেই সোশ্যাল মিডিয়ায় মুণ্ডপাত রোহিতদের

অনেকে আবার লিখেছেন, “আপনারা বরং ওয়ানডে না খেলে আইপিএলেই খেলুন।” কেউ কেউ কটাক্ষের সুরে বলেছেন, রনজি টিমও বাংলাদেশের বিরুদ্ধে এই ভারতের থেকে ভাল খেলেছে। আগামী বছর দেশের মাটিতে ওয়ানডে বিশ্বকাপ। তার আগে রোহিতদের এমন হার নিঃসন্দেহে চিন্তার ভাঁজ ফেলবে ভারতীয় শিবিরে।