নজরবন্দি, দক্ষিণ দিনাজপুর: নিজের সার্ভিস রিভলভার দিয়ে গুলি চালিয়ে আত্মহত্যার ঘটনায় রীতিমত চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে দক্ষিণ দিনাজপুর জেলার হিলি থানার চগোপাল তথা সিদাই ১৩৭ নম্বর বিএসএফ ক্যাম্প সহ পার্শ্ববর্তী এলাকায়।
আরও পড়ুন: ঘূর্ণাবর্তের জেরে বাংলায় দুর্যোগের আশঙ্কা, ছুটির দিনে ভেস্তে যাবে পুজোর শপিং
স্থানীয় বাসিন্দা সূত্রে জানা গেছে যে শনিবার রাত্রি আটটা নাগাদ চকগোপাল ক্যাম্পের ইন্সপেক্টর ওম প্রকাশ মিনা নামে এই বিএসএফের আধিকারিক নিজের সার্ভিস ভার দিয়ে নিজের মাথায় গুলি করে বলে জানা যায়। বিষয়টি নজরে আসতেই তড়িঘড়ি ক্যাম্পের মধ্যে থাকা অন্যান্য বিএসএফের জোয়ানরা বিএসএফের গাড়ি করেই বালুরঘাট জেলা হাসপাতালে নিয়ে আসেন।

কিন্তু চিকিৎসা শুরু করার পূর্বেই হাসপাতালেই তার মৃত্যু হয় বলে এমন টাও জানা গেছে। ঘটনার খবর পেয়ে ছুটে গেছেন ১৩৭ নম্বর সীমান্ত রক্ষী বাহিনীর সিও সুখবির ডাং। সহ হিলি থানার পুলিশ ও বালুরঘাট সদরের ডিএসপি ডক্টর সোমনাথ ঝা।
তবে এমন ঘটনা কিভাবে ঘটলো এ নিয়ে বিএসএফের কোন আধিকারীকরা কোন মন্তব্য করতে চাইছেন না। ডিএসপি সদর সোমনাথ ঝা জানিয়েছেন যে বিষয়টি শুনেছি তবে এ বিষয়ে পরে কথা বলব।
নিজের সার্ভিস রিভলভার দিয়ে গুলি, আত্মহত্যা BSF আধিকারিকের
পুলিশ এবং সূত্রের খবর অনুযায়ী জানা গেছে যে দীর্ঘদিন ধরে পারিবারিক কোনো সমস্যার কারণে মানসিক অবসাদে ভুগছিলেন এই ক্যাম্পের কোম্পানি কমান্ডার ওম প্রকাশ মিনা। তবে মৃত্যু এই বিএসএফ ইন্সপেক্টরের বাড়ি কোন রাজ্যে ছিল এ নিয়ে কিন্তু খবর পাঠানো পর্যন্ত কোনো তথ্য পাওয়া যায়নি।