নজরবন্দি ব্যুরো: নিম্নচাপের জেরে গত কয়েকদিন ধরেই বাংলায় বৃষ্টি শুরু হয়েছে। রবিবারও বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস রয়েছে। কয়েকদিন পরই দুর্গাপুজো। শপিং করতে বাজারে ভিড় বাড়ছে। এরমধ্যেই ভিলেন হয়ে এসেছে বৃষ্টি। সপ্তাহ জুড়ে ঘূর্ণাবর্ত ও নিম্নচাপের পূর্বাভাস রয়েছে। আজ কলকাতায় কেমন থাকবে আবহাওয়া? কোন কোন জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস, জেনে নিন এই প্রতিবেদনে।
আরও পড়ুন: কোথাও ভারী, কোথাও আবার বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি, সপ্তাহান্তে কেমন থাকবে বাংলার আবহাওয়া?
রবিবার দক্ষিণবঙ্গের সব জেলাতেই বর্ষার সম্ভাবনা রয়েছে। কোথাও ভারী, কোথাও হালকা, কোথাও আবার মাঝারি বৃষ্টি হতে পারে। উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, কলকাতা, হুগলি, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, এবং নদিয়ায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা আছে। তবে বীরভূম ও মুর্শিদাবাদে তুলনামূলক ভারী বৃষ্টি হবে। নতুন সপ্তাহের শুরুতেও বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আগামী মঙ্গলবার ও বুধবার হালকা বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। আপাতত তাপমাত্রার বড় পরিবর্তন হবে না।
আবহাওয়া দফতর জানিয়েছে, এই মুহূর্তে মৌসুমি বায়ু উত্তরবঙ্গে সক্রিয় রয়েছে। শুক্রবার ঝাড়খণ্ডের উপর একটি ঘূর্ণাবর্তের অবস্থান ছিল। সেটি এখন সরে গিয়ে দক্ষিণ বিহার ও সংলগ্ন এলাকার উপর অবস্থান করছে। আসাম পর্যন্ত একটি নিম্নচাপ অক্ষরেখা রয়েছে। এর প্রভাবে উত্তরবঙ্গের সব জায়গাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে। আরও জানা গিয়েছে, আন্দামান সাগরের ওপরে ২৮ তারিখ নাগাদ একটি ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে। পরবর্তী ৪৮ ঘণ্টায় এটি বঙ্গোপসাগরে নিম্নচাপে পরিণত হতে পারে।
উত্তরবঙ্গে অতিভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে হাওয়া অফিস। রবিবার দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার ও কোচবিহারে ভারী বৃষ্টি হতে পারে। বাকি তিন জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সোমবার থেকে আপাতত বৃষ্টির পূর্বাভাস রয়েছে। মঙ্গলবার ও বুধবারও উত্তরের জেলাগুলিতে হাল্কা বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। আপাতত জেলাগুলিতে তাপমাত্রার পরিবর্তনের কোনও পূর্বাভাস নেই।
ঘূর্ণাবর্তের জেরে বাংলায় দুর্যোগের আশঙ্কা, ছুটির দিনে ভেস্তে যাবে পুজোর শপিং

কলকাতার আকাশ মেঘাচ্ছন্ন থাকবে। কয়েক পশলা বৃষ্টি হবে। দুপুরের পর থেকে বৃষ্টি হবে। কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ সহ বর্ষার সম্ভাবনা রয়েছে। এদিন কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৯ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৬ ডিগ্রি সেলসিয়াস।