নজরবন্দি ব্যুরো: বঙ্গোপসাগরে সৃষ্ট একটি নিম্নচাপের জেরে বাংলাজুড়ে ভারী বৃষ্টি শুরু হয়েছে। গত দুদিন ধরেই উত্তর থেকে দক্ষিণ সর্বত্রই ভিজছে। এখনই বর্ষণে ইতি পড়ছে না। নিম্নচাপটি শক্তি হারিয়ে ঘূর্ণাবর্তে পরিণত হয়েছে। সেটি ঝাড়খণ্ডের দিকে সরে গেলেও বঙ্গোপসাগরের উপর একটি মৌসুমি অক্ষরেখা বিস্তৃত রয়েছে। এই মৌসুমি অক্ষরেখার কারণেই দক্ষিণবঙ্গে প্রচুর জলীয় বাষ্প ঢুকছে। এরফলে দক্ষিণের জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ বেশি থাকবে বলেই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর।
আরও পড়ুন: নিম্নচাপ সরলেও এখনই বৃষ্টি থেকে রেহাই নেই, আজ কেমন থাকবে আবহাওয়া?
শনিবার দফায় দফায় বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গে। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, দক্ষিণে কোথাও ভারী বৃষ্টি, কোথাও বিক্ষিপ্ত আবার কোথাও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পশ্চিম বর্ধমান, হাওড়া, কলকাতা, হুগলি, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, বীরভূম ও নদিয়ায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। বিকেলের দিকে কোথাও কোথাও বজ্রপাত সহ বৃষ্টি হতে পারে।
উত্তরের সব জেলাতেই বৃষ্টিপাত হবে। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, উত্তর দিনাজপুরে অতিভারী বৃষ্টি হবে। মালদহ ও দক্ষিণ দিনাজপুরে ভারী বৃষ্টি চলবে। ২৩ সেপ্টেম্বর আলিপুরদুয়ার, কোচবিহারে ভারী বৃষ্টি হতে পারে। হাওয়া অফিস জানিয়েছে, পার্বত্য এলাকায় অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং অন্যান্য জেলাগুলিতে ভারী বৃষ্টি হবে।
গত দুদিন ধরে কলকাতায় যেমন বিক্ষিপ্ত বৃষ্টি হচ্ছে, তেমনই হবে। সকাল থেকে দফায় দফায় বৃষ্টিপাত হবে। আপাতত কলকাতায় ভারী বৃষ্টির পূর্বাভাস নেই। তবে আকাশের মুখ ভার রয়েছে। আজ কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩২ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৮ ডিগ্রি সেলসিয়াস। আগামী সপ্তাহ থেকে তাপমাত্রার পরিবর্তন হবে। নিম্নচাপের কারণে শনিবার পর্যন্ত মৎসজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।