নজরবন্দি ব্যুরো: বাংলায় ফের একটানা বৃষ্টি শুরু।হয়েছে। শুক্রবার সকাল থেকেই একাধিক জেলায় ভারী বৃষ্টি। কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ সহ বর্ষণ হয়েছে। আবহাওয়া দফতর বলছে, নিম্নচাপটি ক্রমশ সরছে, তবে এর পরোক্ষ প্রভাবে এখনই বৃষ্টি থেকে রেহাই নেই। আগামী কয়েকদিন এমনই থাকবে পরিস্থিতি। আজ কলকাতা সহ অন্যান্য রাজ্যে কেমন থাকবে আবহাওয়া? বিস্তারিত জেনে নিন এই প্রতিবেদনে।
আরও পড়ুন: নিম্নচাপের প্রভাবে বাংলায় দুর্যোগের আশঙ্কা! উত্তর-দক্ষিণে ভারী বৃষ্টির পূর্বাভাস
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, নিম্নচাপটি উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে তৈরি হয়েছে। এটি বর্তমানে দক্ষিণ ঝাড়খণ্ডের উপর অবস্থান করছে। প্রত্যক্ষ প্রভাব না পড়লেও নিম্নচাপের পরোক্ষ প্রভাবে আগামী কয়েকদিন একটানা ভিজবে বাংলার সব জেলা। আগামী সোমবার পর্যন্ত বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি চলবে। দক্ষিণ ২৪ পরগনা, মুর্শিদাবাদ, বীরভূমে ভারী বর্ষণের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। শনিবার (২৩ সেপ্টেম্বর) থেকে বৃষ্টির পরিমাণ কমবে দক্ষিণবঙ্গে। আজ সব জেলাতেই বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা আছে। নিম্নচাপের বৃষ্টিতে তাপমাত্রা অনেকটাই কমেছে। তবে শনিবার থেকে ফের পারদ চড়বে।
আজ থেকে উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ আরও বাড়বে। আগামীকাল অর্থাৎ শনিবার পর্যন্ত সব জেলাতেই বর্ষণের সম্ভাবনা। পার্বত্য এলাকায় অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং অন্যান্য জেলাগুলিতে ভারী বৃষ্টি হবে। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি ও উত্তর দিনাজপুরে অতিভারী বৃষ্টি এবং মালদহ ও দক্ষিণ দিনাজপুরে ভারী বৃষ্টি চলবে। ২৩ সেপ্টেম্বর আলিপুরদুয়ার, কোচবিহারে ভারী বৃষ্টি হতে পারে।
গত কয়েকদিনের মত আজও কলকাতার আকাশ মেঘলা ছিল। বেলা বাড়তেই হালকা রোদের দেখা মিলেছে। এদিন সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩২ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৬ ডিগ্রির সেলসিয়াস। শুক্রবার কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। নিম্নচাপের কারণে শনিবার পর্যন্ত মৎসজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।
নিম্নচাপ সরলেও এখনই বৃষ্টি থেকে রেহাই নেই, আজ কেমন থাকবে আবহাওয়া?
