নজরবন্দি ব্যুরো: বাংলার সব জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস। বাংলা ও ওড়িশা উপকূলের উপরে নিম্নচাপ অবস্থান করছে। এর ফলে উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গ সর্বত্র ভারী বৃষ্টি চলবে। কলকাতায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা। আগামী দুদিন কোন কোন জেলায় চলবে তাণ্ডব? কী বলছে আবহাওয়া দফতর? বিস্তারিত জেনে নিন এই প্রতিবেদনে।
আরও পড়ুন: দক্ষিণে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস, আকাশ মেঘলা থাকলেও ঝরবে ঘাম
আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, উত্তর পশ্চিম বঙ্গপোসাগর অর্থাৎ সংলগ্ন পশ্চিমবঙ্গ এবং উত্তর ওড়িশার উপর যে নিম্নচাপটি রয়েছে, ঝাড়খণ্ডের উপর দিয়ে অগ্রসর হবে। এরফলে বুধবার থেকেই দুই বঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তবে আজ অর্থাৎ বৃহস্পতিবার দুই ২৪ পরগনা, মুর্শিদাবাদ, বীরভূম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমানে ভারী বৃষ্টি চলবে। আগামী ২৪ ঘণ্টায় এই জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ বাড়বে। শনিবার থেকে বৃষ্টির পরিমাণ কমবে। তবে আগামী দু’দিন অর্থাৎ বৃহস্পতি ও শুক্রবার দক্ষিণবঙ্গে একটু বেশি বৃষ্টি হবে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা।
নিম্নচাপের প্রভাবে সবথেকে বেশি বৃষ্টি হবে উত্তরবঙ্গে। শনিবার অর্থাৎ ২৩ সেপ্টেম্বর পর্যন্ত দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহারে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। পাশাপাশি উত্তর ও দক্ষিণ দিনাজপুরেও ভারী বর্ষণের সম্ভাবনা জানিয়েছে হাওয়া অফিস। শনিবার পর্যন্ত উত্তরের সব জেলাতেই বর্ষণ হবে। তবে পাহাড়ঘেঁষা পাঁচ জেলায় মুষলধারে বৃষ্টি হবে। একাধিক জেলায় জারি করা হয়েছে কমলা সতর্কতা। অধিক বৃষ্টির কারণে পাহাড়ি এলাকায় ধস নামার আশঙ্কা জানিয়েছে হাওয়া অফিস। অন্যদিকে, আগামী দুদিন মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
সপ্তাহের শুরু থেকেই কলকাতার আকাশ মেঘলা। তবে অস্বস্তিকর গরম বজায় ছিল। আবহাওয়া দফতর জানিয়েছে, নিম্নচাপের কারণে কলকাতায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। তাপমাত্রার পারদ সামান্য নীচে নামতে পারে। কোনও কোনও এলাকায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
নিম্নচাপের প্রভাবে বাংলায় দুর্যোগের আশঙ্কা! উত্তর-দক্ষিণে ভারী বৃষ্টির পূর্বাভাস
