নজরবন্দি ব্যুরো: সপ্তাহের শুরুটা হয়েছে বৃষ্টি দিয়েই। আগামী কয়েকদিনও রাজ্যে বর্ষণের পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আকাশ মেঘলা থাকবে। তবুও সপ্তাহজুড়েই গরমের কষ্ট বজায় থাকবে। অন্যদিকে উত্তরবঙ্গের জেলায় ভারী বৃষ্টিপাত হবে। জেনে নিন আজ কেমন থাকবে আবহাওয়া?
আরও পড়ুন: গণেশ পুজোর দিন আকাশের মুখ ভার, দক্ষিণবঙ্গের ৩ জেলায় দুর্যোগের আশঙ্কা!
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, বুধবার সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুরে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী বৃহস্পতিবার এই চার জেলা সহ বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদে ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। কয়েকটি জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বঙ্গোপসাগরে একটি ঘূ্র্ণাবর্ত তৈরি হয়েছে। আগামী ৪৮ ঘণ্টায় এটি উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর সংলগ্ন এলাকায় নিম্নচাপে পরিণত হতে পারে। এর প্রভাবেই দক্ষিণের জেলাগুলিতে বৃষ্টিপাত হবে।
বুধবার (২০ সেপ্টেম্বর) দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পংয়ে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে। হাওয়া অফিসের তরফে আগামী বৃহস্পতিবার অতিভারী বৃষ্টির সতর্কতা জানানো হয়েছে জলপাইগুড়ি ও কালিম্পংয়ে। শুক্রবার ও শনিবার দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, উত্তর দিনাজপুরে ভারী বৃষ্টি হতে পারে। মালদহ ও দক্ষিণ দিনাজপুরে বৃষ্টির পরিমাণ কিছুটা কম থাকবে। আজ উত্তরের সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
সকালের দিকে কলকাতার আকাশ আংশিক মেঘলা থাকবে। দুপুরের পর কোথাও কোথাও হালকা বৃষ্টি হতে পারে। আগামী ২৪ ঘণ্টায় শহর ও তার সংলগ্ন এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ দু এক পশলা বৃষ্টি হতে পারে। আজ কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩১ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৭ ডিগ্রি সেলসিয়াস।
দক্ষিণে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস, আকাশ মেঘলা থাকলেও ঝরবে ঘাম
