নজরবন্দি ব্যুরোঃ দলের ২ গুরুত্বপূর্ণ সদস্য নেইমার ও ড্যানিলো চোট পেয়ে দলের বাইরে। তাঁরা হয়তো নক-আউটে খেলবেন। নক-আউটের আগে দলের আর কোনও ফুটবলার যাতে চোট না পান, সেটা নিশ্চিত করতে চাইছেন ব্রাজিলের কোচ তিতে। দল যখন নক-আউটে পৌঁছে গিয়েছে, তখন গ্রুপের শেষ ম্যাচ নেহাতই নিয়মরক্ষার।
আরও পড়ুনঃ মেয়েরা কোন বয়েসে সবথেকে বেশি সেক্স–এর জন্যে পাগল হয় জানেন?
এই ম্যাচে প্রথম একাদশের বেশিরভাগে ফুটবলারকেই না খেলানোর সিদ্ধান্ত নিয়ছেন ব্রাজিলের কোচ। আর এর কারণ কিন্তু শুধু রিজার্ভ খেলোয়াড়দের দেখে নেওয়া নয়। এর কার অজানা ‘ফ্লু’। অজানা এই ‘ফ্লু’ কীভাবে ব্রাজিল শিবিরে থাবা বসাল কেউ বলতে পারছেন না। সব দেখেশুনে কপালে চিন্তার ভাঁজ পড়েছে ব্রাজিল শিবিরে। তবে দুশ্চিন্তার মধ্যে আশার আলো – গোড়ালির চোট সারিয়ে সুস্থ হয়ে উঠেছেন নেইমার।
ফিট হওয়ার পথে দানিলোও। এদিন ট্রেনিংও শুরু করে দিয়েছেন ব্রাজিলীয় সাইডব্যাক। বাঁ-পায়ের গোড়ালিতে চোট পেয়েছিলেন দানিলো। বুধবার তার চোটের জায়গায় সিটি স্ক্যান হয়। সেই রিপোর্ট যথেষ্ট আশাব্যঞ্জক। এদিন ফিজিওথেরাপিস্ট ও ট্রেনারদের তত্ত্বাবধানে হালকা অনুশীলনও করেন তিনি। চোট আর ফ্লু আক্রান্তদের বাদ দেওয়ার জন্য দলে ব্যাপক বদল আনছেন তিনি।

আগের দুটো ম্যাচের প্রথম একাদশ থেকে দশজন ফুটবলারকে বদলে প্রথম একাদশ তৈরি করছেন তিতে। পরবর্তী ম্যাচগুলিতে দলকে তৈরি করার জন্য ব্রাজিল শিবিরে এই মুহূর্ত সবচেয়ে বেশি সচেষ্ট কোচ তিতে না দলের ডাক্তার রডরিগো লাসমার, বলা কঠিন। ব্রাজিল দল সূত্রে খবর, ক্যামেরুনের বিরুদ্ধে নিয়মিত গোলকিপার অ্যালিসন বেকারকে প্রথম একাদশে রাখা হবে না।
বিশ্বকাপে ব্রাজিল দল মিনি হাসপাতাল, ক্যামেরুনের বিরুদ্ধে দলে দশ বদল কোচের
তাঁর বদলে খেলবেন এডারসন। ব্রাজিলের রক্ষণেও বদল হবে। সেন্টার-ব্যাক এডার মিলিতাওয়ের সঙ্গে খেলবেন গ্লেইসন ব্রেমার। রাইট ব্যাকে খেলবেন অভিজ্ঞ ড্যানি আলভেজ। লেফট ব্যাকে খেলবেন অ্যালেক্স টেলস। মিডফিল্ডেও বদল হবে। প্রথম একাদশে আসবেন ব্রুনো গিমারেজ। আক্রমণভাগেও বদল হবে। ভিনিসিয়াস জুনিয়রের পরিবর্তে প্রথম একাদশে থাকবেন রডরিগো। গ্যাব্রিয়েল জেসুস ও গ্যাব্রিয়েল মার্টিনেলিও প্রথম একাদশে থাকবেন।