Women Sex: মেয়েরা কোন বয়েসে সবথেকে বেশি ‌সেক্স–এর জন্যে পাগল হয় জানেন?

মেয়েরা কোন বয়েসে সবথেকে বেশি ‌সেক্স–এর জন্যে পাগল হয় জানেন
in which age woman goes mad about physical satisfaction

নজরবন্দি ব্যুরোঃ নারী পুরুষের মিলন বা শারীরিক সম্পর্ক নিয়ে সভ্যতার আদি যুগ থেকেই কৌতুহলের শেষ নেই। একটা প্রশ্ন বার বার ফিরে আসে যৌন চাহিদা কার মধ্যে বেশি থাকে নারী না পুরুষ। এর উত্তর মিলেছে কিছুদিন আগেই। একাধিক চিকিৎসাবিজ্ঞানের গবেষণায় প্রকাশ পেয়েছে, সাধারণত পুরুষদের থেকে মহিলাদের যৌন চাহিদা অনেক বেশি থাকে।

আরও পড়ুনঃ ভারতীয়দের সব থেকে পছন্দের সঙ্গম পজিশন কোনটি? চমকপ্রদ তথ্য সমীক্ষার রিপোর্টে

মেয়েরা কোন বয়েসে সবথেকে বেশি ‌সেক্স–এর জন্যে পাগল হয় জানেন
মেয়েরা কোন বয়েসে সবথেকে বেশি ‌সেক্স–এর জন্যে পাগল হয় জানেন

গবেষণায় দেখা গিয়েছে, মেয়েরাই শারিরীক ভাবে অনেক বেশি চাহিদা নিয়ে জীবন কাটায়। কিন্তু প্রশ্ন হল মেয়েদের ক্ষেত্রে তীব্র যৌন চাহিদা কোন বয়েসে বেশি থাকে। সেই উত্তরও মিলেছে গবেষণাপত্রে। সম্প্রতি টেক্সাস ইউনিভার্সিটির একটি সমীক্ষায় দেখা গিয়েছে, ২৭ থেকে ৪৫ বছর বয়সের মহিলারাই সাধারণত সেক্সের তাড়নায় পাগল হয়ে যান।

মেয়েরা কোন বয়েসে সবথেকে বেশি ‌সেক্স–এর জন্যে পাগল হয় জানেন?
মেয়েরা কোন বয়েসে সবথেকে বেশি ‌সেক্স–এর জন্যে পাগল হয় জানেন?

বিবাহিত হলে, স্বামীর প্রতি অত্যাধিক কামাসক্ত হয়ে পড়ার বিষয়টি এই বয়সেই সবথেকে বেশি দেখা যায়। পুরুষদের ক্ষেত্রে কিন্তু বিষয়টি অন্য। গড়ে দেখা গিয়েছে, একজন পুরুষের যৌন জীবন অনেক তাড়াতাড়ি শুরু হয়, আর একজন নারীর যৌন জীবন শুরু হতে হতেই অনেকটা সময় লেগে যায়। ভারতে যা সমাজ ব্যবস্থা সেক্ষেত্রে এই কথাটি আরও বেশি করে খাটে।

নারীর যৌন জীবন শুরু হতে হতেই অনেকটা সময় লেগে যায়। মেয়েরা কোন বয়েসে সবথেকে বেশি ‌সেক্স–এর জন্যে পাগল হয় জানেন?

মেয়েরা কোন বয়েসে সবথেকে বেশি ‌সেক্স–এর জন্যে পাগল হয় জানেন?

যেহেতু পুরুষের যৌন লিপ্সা অনেক আগে শুরু হয় সেহেতু পুরুষের চাহিদাও ফুরিয়ে যায় দ্রুত। কিন্তু নারীর চাহিদা অনেকদিন পর্যন্ত থাকে। যৌন ক্ষুধা না মিটলে একটা সময়ের পর সে পাগল হয়ে যৌন চাহিদা পুরণের তাগিদে। স্বামী বা পার্টনার যদি মহিলার চাহিদা মেটাতে না পারে তাহলে সে অন্য সম্পর্কে জড়িয়ে পড়ার অনেক নজির রয়েছে।