মিসড কলে নথিভুক্ত ১৮ কোটি কর্মী কোথায়? খুঁজতে বিশেষ দল গড়ল বিজেপি!

মিসড কলে নথিভুক্ত ১৮ কোটি কর্মী কোথায়? খুঁজতে বিশেষ দল গড়ল বিজেপি!
মিসড কলে নথিভুক্ত ১৮ কোটি কর্মী কোথায়? খুঁজতে বিশেষ দল গড়ল বিজেপি!

নজরবন্দি ব্যুরোঃ একুশের বিধানসভা ভোটের আগে বঙ্গ বিজেপির তরফে দাবি করা হয়েছিল, এ রাজ্যে মিসড কল দেওয়া সদস্যের সংখ‌্যা প্রায় ১ কোটি ছুঁই ছুঁই। পরে সেই ‘সংখ্যার দাবি’ ছাড়িয়ে যায় ২ কোটি। দেশ জুড়ে এই ধরনের সদস্য সংখ্যা ১৮ কোটি। কিন্তু কোথায় এই সদস্যরা? যাঁরা অতীতে মিসড কলে সদস্য হয়েছিলেন, লোকসভা ভোটের আগে তাঁদের মাঠে নামাতে চাইছে বিজেপির দিল্লি নেতৃত্ব।

আরও পড়ুনঃ আজ সরস্বতী পুজো, এই শ্রীপঞ্চমী তিথিতে রয়েছে একাধিক শুভ যোগ

 মিসড কলে নথিভুক্ত ১৮ কোটি কর্মী কোথায়? খুঁজতে বিশেষ দল গড়ল বিজেপি!
মিসড কলে নথিভুক্ত ১৮ কোটি কর্মী কোথায়? খুঁজতে বিশেষ দল গড়ল বিজেপি!

আর এতেই ফ্যাসাদে পড়ছে বঙ্গ বিজেপি। কেন? সূত্র মারফত জানা যাচ্ছে, মিসড কল দেওয়া সদস‌্যদের সঠিক হিসেবই নাকি নেই বিজেপি নেতৃত্বের কাছে।  দীর্ঘদিন ধরে বিজেপি মিসড কলের মাধ্যমে দলের সদস্যপদ দেওয়ার প্রচার চালাচ্ছে। এজন্য একটি টোল ফ্রি নম্বর দেওয়া হয়েছিল। মিসড কল দিলে যে কেউ বিজেপির সদস্য হয়ে যায়। এখন পর্যন্ত ১৮ কোটিরও বেশি মানুষ এই ভাবে বিজেপির সদস্য হয়েছেন বলে দাবি।

 

মিসড কলে নথিভুক্ত ১৮ কোটি কর্মী কোথায়? খুঁজতে বিশেষ দল গড়ল বিজেপি!

এদিকে সামনেই লোকসভা নির্বাচন। সাথে কয়েকটি রাজ্যে রয়েছে বিধানসভা নির্বাচনও। তাই ভারতীয় জনতা পার্টি (BJP) তার ১৮ কোটি সদস্য খুঁজে বের করার চেষ্টা করছে। মিসড কলের মাধ্যমে যেসব নম্বর থেকে সদস্যপদ নেওয়া হয়েছে, তা যাচাই করার সিদ্ধান্ত নিয়েছে দলীয় নেতৃত্ব। এ জন্য বুথ লেভেল পর্যন্ত ডাটা ফিডিংয়ের কাজ চলছে। প্রতিটি নম্বর যাচাই করা হচ্ছে এবং এর সম্পূর্ণ বিবরণ প্রস্তুত করা হচ্ছে। এ জন্য মোতায়েন করা হয়েছে একটি বড় দল।

মিসড কলে নথিভুক্ত ১৮ কোটি কর্মী কোথায়? খুঁজতে বিশেষ দল গড়ল বিজেপি!

মিসড কলে নথিভুক্ত ১৮ কোটি কর্মী কোথায়? খুঁজতে বিশেষ দল গড়ল বিজেপি!

কিন্তু বিজেপি সূত্রে খবর, মিসড কলে যারা সদস্য হয়েছিলেন তাঁদের অধিকাংশকেই আর খুঁজে পাওয়া যাচ্ছে না। সদস্য হওয়ার পর অনেকেই দলের সঙ্গে যোগাযোগ রাখার প্রয়োজন বোধ করেননি। তাছাড়া মিসড কল দেওয়া বহু সদস্যের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখেননি দলের নেতারাও। পাশাপশি অনেকেই আবার অন্য দলে যোগ দিয়েছেন। কেউ কেউ বদলে ফেলেছেন মোবাইল নাম্বার!