যোগীরাজ্যে DA বাড়ল ৪%! বাংলায় ৬, উত্তরপ্রদেশে ৪২! এক দেশ এক মহার্ঘ্যভাতা কবে?

যোগীরাজ্যে DA বাড়ল ৪%, বাংলায় ৬, উত্তরপ্রদেশে ৪২, এক দেশ এক মহার্ঘ্যভাতা কবে
Big announcement about DA in Yogi state 

নজরবন্দি ব্যুরো: যোগী রাজ্যে DA নিয়ে বড় ঘোষণা রাজ্য সরকারের। জানা যাচ্ছে উত্তর প্রদেশে সরকারি কর্মচারীদের জন্য ৪ শতাংশ DA বৃদ্ধির ঘোষণা করল যোগী সরকার। শুধু তাই নয়, পেনশন ভোগীদের ক্ষেত্রে একই হারে বৃদ্ধি করা হয়েছে ডিএ। সব মিলিয়ে এই মুহূর্তে যোগী রাজ্যে ডিএ বেড়ে দাঁড়াল ৪২ শতাংশ!

আরও পড়ুন: Kolkata Metro: মেট্রোর সময় সূচিতে বদল, রবিবার ২ ঘণ্টা আগেই মিলবে পরিষেবা

কিন্তু অন্যদিনে, দুর্নীতিতে জর্জরিত পশ্চিমবাংলায় সরকারি কর্মচারীরা ডিএ পাচ্ছেন মাত্র ৬ শতাংশ। আর এই ডিএ বৃদ্ধির জেরেই পথে আন্দোলনে নেমেছেন পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারীরা। রাজ্যের একাধিক জায়গায় ধর্না, বিক্ষোভ, আন্দোলনে শোরগোল ছড়িয়েছে। কিন্তু সব মিলিয়ে এখন প্রশ্ন একটাই উঠেছে রাজনৈতিক মহলে! এক দেশ এক মহার্ঘ্যভাতা কবে?

যোগীরাজ্যে DA বাড়ল ৪%, বড় ঘোষণা রাজ্য সরকারের
যোগীরাজ্যে DA বাড়ল ৪%, বড় ঘোষণা রাজ্য সরকারের

প্রসঙ্গত, ডিএ নিয়ে উত্তপ্ত রাজ্য! কবে বাড়ানো হবে ডিএ! যার জেরেই রাস্তায় নেমেছেন আন্দোলনকারীরা। এরপরেই বেশকয়েকদিন আগেই নবান্নর সংবাদ সম্মেলনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শর্তসাপেক্ষে সরকারি কর্মীদের আরও তিন শতাংশ মহার্ঘ ভাতা বাড়ানোর কথা বলেছিলেন। সেই সঙ্গে তিনি আরও বলেছিলেন যে, “মহার্ঘ ভাতা কোনও অধিকার নয়, রাজ্য সরকারের ইচ্ছার উপর নির্ভর করে ডিএ।” তাছাড়াও কেন্দ্রের বিরুদ্ধে অভিযোগ তুলে তিনি দাবি করেন, কেন্দ্রের কাছে ১ লাখ ১৫ হাজার কোটি টাকা বকেয়া পড়ে আছে রাজ্য সরকারের। সেই টাকা এনে দিলে রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ আরও তিন শতাংশ বাড়ানো হবে।

যোগীরাজ্যে DA বাড়ল ৪%, বড় ঘোষণা রাজ্য সরকারের

এরপরেই এই ডিএ বাড়ানোর প্রসঙ্গে একাধিক মন্তব্য প্রকাশ্যে আসতে থাকে। পক্ষে-বিপক্ষে একাধিক মন্তব্য উঠলেও ফের নতুন করে ডিএ মামলায় বিপাকে পরেন মুখ্যমন্ত্রী! আদালতের নির্দেশে চাকরি বাতিলের ঘটনায় সরাসরি ডিএ আন্দোলনকারীদের দোষারোপ করেন তিনি। যদিও সেই প্রসঙ্গে সরকারি কর্মীরা জানান, “সরকারের অপদার্থতা ও ব্য়র্থতার জন্যই চকরি গিয়েছে এই শিক্ষকদের। এখন সেই বিক্ষোভকে ডিএ আন্দোলনের বিরুদ্ধে লেলিয়ে দেওয়ার পরিকল্পনা করা হচ্ছে। এটা এখানকার সস্তার রাজনীতি।”

যোগীরাজ্যে DA বাড়ল ৪%, বড় ঘোষণা রাজ্য সরকারের

যোগীরাজ্যে DA বাড়ল ৪%, বড় ঘোষণা রাজ্য সরকারের