Ranji Trophy: ঝাড়খণ্ডকে হারিয়ে রঞ্জি ট্রফির সেমিফাইনালে বাংলা

ঝাড়খণ্ডকে হারিয়ে রঞ্জি ট্রফির সেমিফাইনালে বাংলা
Bengal beat Jharkhand in Ranji Trophy semi-finals

নজরবন্দি ব্যুরোঃ বিরাট সিংয়ের ঝাড়খণ্ডকে হারিয়ে রঞ্জি ট্রফির সেমিফাইনালে পৌঁছে গেল বাংলা। চলতি মরসুমে রঞ্জি ট্রফিতে দুরন্ত ছন্দে রয়েছে মনোজ তিওয়ারির বাংলা। কোয়ার্টার ফাইনালে ঝাড়খণ্ডের বিরুদ্ধে ইডেন গার্ডেন্সে ব্যাটে-বলে দাপট দেখাল বাংলা। সেমির টিকিটের জন্য চতুর্থ দিন তাড়াতাড়ি ঝাড়খণ্ডের ৩টি উইকেট তুলে নিতে হত বাংলাকে।

আরও পড়ুনঃ শুভমানই ভবিষ্যতের মহাতারকা, জানিয়ে দিলেন কিং কোহলি

ঝাড়খণ্ডকে হারিয়ে রঞ্জি ট্রফির সেমিফাইনালে বাংলা

তারপর ছিল রান তাড়া করার পালা। সবটাই গিয়েছে বাংলার পক্ষে। চতুর্থ দিনের শুরুতেই উইকেট পান মুকেশ কুমার। শাহবাজ নাদিম ফেরেন ৬ রানে। বাকি ২টি উইকেটও সহজেই তুলে নেয় বাংলা। সেমিফাইনালে প্রথম দিন থেকেই দাপট দেখায় বাংলা। ইডেনের চেনা মাঠে টস জিতে বল করার সিদ্ধান্ত নিয়েছিলেন মনোজ

1 4

পেস সহায়ক উইকেটে শুরু থেকেই ঝাড়খণ্ডকে চাপে ফেলে দেন আকাশ দীপরা। ঝাড়খণ্ড দলে সৌরভ তিওয়ারি না থাকায় সুবিধা হয় বাংলার। ম্যাচের দিন সকালে চোট পান সৌরভ। তাঁকে বাদ দিয়েই দল নামাতে বাধ্য হন অধিনায়ক বিরাট সিংহ। কিন্তু বাংলা দল পেয়ে যান মুকেশ কুমার, শাহবাজ় আহমেদকে।

ঝাড়খণ্ডকে হারিয়ে রঞ্জি ট্রফির সেমিফাইনালে বাংলা

ঝাড়খণ্ডকে হারিয়ে রঞ্জি ট্রফির সেমিফাইনালে বাংলা
ঝাড়খণ্ডকে হারিয়ে রঞ্জি ট্রফির সেমিফাইনালে বাংলা

তাঁরা ফিরে আসতে বাংলার শক্তি অনেকটাই বেড়ে যায়। যা বোঝা যাচ্ছিল ঝাড়খণ্ডের উপর তাদের ছড়ি ঘোরানো দেখে। বাংলার হয়ে ব্যাট হাতে প্রথম ইনিংসে অর্ধশতরান করেন অভিমন্যু ঈশ্বরন (৭৭), সুদীপ ঘরামি (৬৮) এবং শাহবাজ় (৮১)। দ্বিতীয় ইনিংসে ঝাড়খণ্ড তোলে ২২১ রান। বাংলার সামনে মাত্র ৬৭ রানের লক্ষ্য দেয় মহেন্দ্র সিংহ ধোনির রাজ্য। এ বার ৩ উইকেট আকাশ ঘটকের। যে ম্যাচ জিততে খুব বেশি অসুবিধা হল না বাংলার।