নজরবন্দি ব্যুরো: আচমকায় শনিবার শিয়ালদহ স্টেশনের কলকাতা পুলিশের গাড়িতে আগুন লাগে এবং পাশে থাকা একটি বাইকেও আগুন লেগে যায় বলে জানা গিয়েছে। তবে দমকল কর্মীদের তৎপরতায় আগুন আপাতত নিয়ন্ত্রণে বলেই খবর। অগ্নিকাণ্ডের জন্য যাত্রী কিংবা পথচলতি মানুষজনের ক্ষতি হয়নি বলে দাবি রেল কর্তৃপক্ষের।
আরও পড়ুন: মোদীর হাতেই বিমানবন্দরের শুভ সূচনা, সভা থেকে বিরোধীদের হুঙ্কার
প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, কলকাতা পুলিশের এনফোর্সমেন্ট ব্রাঞ্চের একটি গাড়ি দাঁড়িয়েছিল শিয়ালদহ স্টেশনের ১ নং গেটের বাইরে। গাড়িতে শর্ট সার্কিটের জেরে দাউদাউ করে আগুন জ্বলে ওঠে। গোটা গাড়িই পুড়ে ছাই হয়ে গিয়েছে। প্রায় ১ ঘণ্টা ধরে আগুন জ্বললেও দমকলের দেখা পাওয়া যায়নি বলেন জানিয়েছেন এলাকাবাসী। এ দিকে, ব্যস্ততম দিনে আগুন লাগার ঘটনায় উদ্বিঘ্ন ছড়িয়েছে এলাকায়।

তবে কী থেকে আগুন ধরে গেল তা জানা যায়নি। উল্লেখ্য, কয়েকমাস আগেও শিয়ালদহ উত্তর শাখার ৪ নম্বর প্ল্যাটফর্মের একেবারে সামনে ইলেকট্রনিক ডিসপ্লে বোর্ডের তারে শর্ট সার্কিট হয়ে আগুন লেগে যায়।
শিয়ালদহ স্টেশনের বাইরে ভয়াবহ অগ্নিকান্ড, প্রায় ১ ঘণ্টা ধরে জ্বলল আগুন
কয়েক মুহূর্তেই যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছিল। আর আজ এই ঘটনা ঘটার পর স্বাভাবিকভাবেই চাঞ্চল্যকর পরিস্থিতি তৈরি হয় ষ্টেশন চত্বরে। তবে, সঠিক কি কারণে আগুন লেগেছিল বাইকে তা এখন পর্যন্ত জানা যায়নি।