নজরবন্দি ব্যুরোঃ বয়স যখন ২০ শুরু তখন থেকেই শুরুই। এরই মধ্যে ৪৩ বছরে তাঁর জীবনে এসেছেন ৫২ জন নারী। বিয়ে-সংসার-সন্তান সবই হয়েছে। তবু জীবনে শান্তি পাচ্ছেন না। জীবনসঙ্গীরা শুধুই কর্তব্য করে যান। সেখানে প্রেম নেই। নেই ভালোবাসার ছোঁয়া। সব কিছুতেই জীবন যেন যান্ত্রিক হয়ে উঠেছে। তাই জীবনে ভালোবাসা খুঁজতে একের পর পর বিয়ে করে চলেছেন তিনি। যদি ‘মনের মানুষের’ দেখা মেলে! কে এই ব্যক্তি?
আরও পড়ুনঃ ‘ডোন্ট টাচ মাই বডি’,শুভেন্দুর উক্তি নিয়ে বিধানসভায় এবার মদন বাণ, কি বললেন চিরসবুজ নেতা
সম্প্রতি সৌদির একটি টেলিভিশন চ্যানেলের দৌলতে সামনে আসে আবু আবদুল্লাহর কীর্তিকলাপ। সেখানে দেওয়া সাক্ষাৎকারে তিনি জানান, ‘মাত্র ২০ বছর বয়সে প্রথমবার বিয়ে করেছিলাম। ওই সময় পরিবারে মা, বাবা-সহ সকলেই ছিলেন। ভেবেছিলাম, এই স্ত্রীর সঙ্গেই সারাটা জীবন কাটিয়ে দেব। আমাদের সন্তান হল। সবই ঠিক চলছিল। কিন্তু বছর ৩-র মধ্যেই শুরু হল অশান্তি। তখন দ্বিতীয়বার বিয়ে করার সিদ্ধান্ত নেই।’

সেই শুরু। তার পর থেকে এক এক করে মোট ৫৩ জনকে বিয়ে করে ফেলেছেন আবু আবদুল্লাহ। এর মধ্যে অধিকাংশের সঙ্গেই এক বছরের বেশি তাঁর বিয়ে টেঁকেনি। আবার কোনও কোনও স্ত্রী তো বিয়ের দু’-এক সপ্তাহের মাথাতেই সেই যে বাপের বাড়ি গিয়েছেন, আর ফেরেননি। তবে সবচেয়ে কম সময় থেকেছেন একজনই।
আবদুল্লাহ বক্তব্য, ‘সেবার বিয়ের এক রাতের মধ্যেই সেটা ভেঙে যায়। ওই স্ত্রী হয়ত আমার চাহিদা ঠিক মতো বুঝতে পারেননি। সমস্ত আচার-অনুষ্ঠান শেষ হয়ে যাওয়ার পর আমরা একসঙ্গে বেশ কিছুক্ষণ কথা বলি। তখনই ব্যাপারটা পরিষ্কার হয়ে যায়। পরদিন সকালেই মেয়েটিকে তাঁর বাপের বাড়ি পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করেছিলাম।’
কোন ধরনের মহিলাদের বিয়ে করেন আবু আবদুল্লাহ? সেটাও নিজে থেকেই জানিয়েছেন তিনি। তিনি বলেন অধিকাংশ ক্ষেত্রেই সৌদি তরুণীকে বিয়ে করেছেন, তবে ব্যবসার জন্য তাঁকে বিদেশেও যেতে হয়। সেখানেও তাঁর স্ত্রীরা রয়েছেন। এক জীবনে এতগুলো বিয়ে করার জন্য কিন্তু মোটেই অনুতপ্ত হননি তিনি। তাঁর কথায়, ‘ইসলামে একসঙ্গে চার স্ত্রীকে রাখার অনুমতি রয়েছে। কিন্তু সেখানে এটাও বলা আছে, সবাইকে সমান চোখে দেখতে হবে। সবার খেয়াল রাখতে হবে। সেটা না করলে আপনি একটি স্ত্রী রাখারও অধিকারী নন।’
একা লাগে তাই ৬৩ বছরে ৫৩ বার বিয়ে চির-তরুণের, সাক্ষাৎকার দিলেন নিজেই

তিনি আরও বলেন, ‘এটা ঠিক যে আমি একাধিকবার বিবাহ-বন্ধনে আবদ্ধ হয়েছি। কিন্তু কাউকেই কোনও অসম্মান করিনি। বা তাঁদের প্রাপ্য থেকে বঞ্চিত করিনি।’ ফের কি বিয়ে করতে পারেন আবু আবদুল্লাহ? আপাতত সেই সম্ভাবনা নেই। তবে বর্তমান স্ত্রীর থেকে ভালোবাসার ছোঁয়া না পেলে ফের যে তিনি বিয়ের পিঁড়িতে বসবেন তা একরকম নিশ্চিত আম সৌদিবাসী।