সাগরদত্তের পরে এবার SSKM-এ, দালালচক্রের পর্দাফাঁস, গ্রেফতার ৩
3 Brokers Arrested From SSKM

নজরবন্দি ব্যুরো: সাগরদত্ত মেডিক্যাল কলেজ, NRS-এর পর এবার দালালচক্রের অভিযোগ উঠল এসএসকেএম হাসপাতালে। রাজ্যের এই সুপার স্পেশ্যালিটি হাসপাতালেও দালালচক্রের পর্দাফাঁসের ঘটনায় রীতিমত শোরগোল ছড়াল। আর এই ঘটনায় ৩জনকে গ্রেফতার করেছে পুলিশ।

আরও পড়ুন: সরকারি ছুটির দিনেও তৎপরতা, ধুপগুড়ির বিধায়ককে শপথের অনুমতি চেয়ে রাজভবনে চিঠি

জানা যাচ্ছে, গত সপ্তাহ থেকেই কলকাতার হাসপাতাল, মেডিক্যাল কলেজগুলিতে পুলিশের গুন্ডাদমন শাখার আধিকারিকরা অভিযান চালাচ্ছেন। এর আগেও এনআরএস হাসপাতাল থেকে দুজন দালালকে গ্রেফতার করে কলকাতা পুলিশ। এরপরেই আরও তৎপর হয় কলকাতা পুলিশ। এবার এসএসকেএম থেকে ৩ জনকে গ্রেফতার করল পুলিশ।

সাগরদত্তের পরে এবার SSKM-এ, দালালচক্রের ঘটনায় গ্রেফতার ৩
সাগরদত্তের পরে এবার SSKM-এ, দালালচক্রের ঘটনায় গ্রেফতার ৩

পুলিশ সূত্রে খবর, এসএসকেএম থেকে ধৃত ৩ জনই বেড পাইয়ে দেওয়ার নাম করে রোগীর পরিজনদের কাছ থেকে মোটা অঙ্কের টাকা দাবি করতেন। তাছাড়াও ধৃতদের পক্ষ থেকে পরিবারের লোকেদের টাকা না থাকলে, তাঁদের কিছু জিনিস গচ্ছিত রেখে দেওয়ার প্রস্তাবও দেওয়া হত। এরপরেই তদন্তে নেমে কলকাতার এই সুপার স্পেশ্যালিটি হাসপাতাল থেকে ধৃতদের গ্রেফতার করে পুলিশ। ইতিমধ্যেই ধৃতদের জেরা করে এই দালালচক্রের সঙ্গে আর কারা কারা জড়িত আছে? খতিয়ে দেখছে কলকাতা পুলিশ।

সাগরদত্তের পরে এবার SSKM-এ, দালালচক্রের ঘটনায় গ্রেফতার ৩

প্রসঙ্গত, হাসপাতালে দালালরাজের অভিযোগ নতুন নয়। এর আগেও প্রকাশ্যে এসেছে এই ধরনের অভিযোগ! এর আগে গত বৃহস্পতিবার মধ্যরাতে সাগরদত্ত মেডিক্যাল কলেজ হাসপাতালে দালালচক্রের খবর পেয়েই পৌঁছে যান কামারহাটির বিধায়ক মদন মিত্র। এরপরেই হাসপাতালে দাঁড়িয়েই মদন মিত্র হুঁশিয়ারি দেন, “এরকম আর কোনও দালালকে ধরলে তাঁদের মারবেন না, ধরবেন না, পুলিশে দেওয়ার আগে একবার আমাদের হাতে তুলে দেবেন।”

সাগরদত্তের পরে এবার SSKM-এ, দালালচক্রের ঘটনায় গ্রেফতার ৩

সাগরদত্তের পরে এবার SSKM-এ, দালালচক্রের ঘটনায় গ্রেফতার ৩