সরকারি ছুটির দিনেও তৎপরতা, ধুপগুড়ির বিধায়ককে শপথের অনুমতি চেয়ে রাজভবনে চিঠি
Parliamentry affairs department will sent a letter to raj bhawan

নজরবন্দি ব্যুরো: মুখ্যমন্ত্রীর নির্দেশেই করম পুজো উপলক্ষে সরকারি প্রশাসনের সব দফতরে ছুটি দেওয়া হয়েছে। কিন্তু সরকারি ছুটির মাঝেই তৎপরতা!এর মাঝেই ধুপগুড়ির বিধায়ক নির্মলচন্দ্র রায়কে শপথবাক্য পাঠ করাতে সোমবারই চিঠি পাঠানো হচ্ছে রাজভবনে।

আরও পড়ুন: নিজেদের কাজ করুন, অন্যদিকে দেখার প্রয়োজন নেই! উপাচার্যদের উদ্দেশ্যে বার্তা রাজ্যপালের

প্রসঙ্গত, চলতি মাসের শুরুতে অর্থাৎ ৮ সেপ্টেম্বর ধুপগুড়ি উপনির্বাচনের ফল ঘোষণা হয়। আর সেখানে বিজেপি প্রার্থী তাপসী রায়কে হারিয়ে জয় পান তৃণমূলের নির্মলচন্দ্র। তবে রাজভবন এবং পরিষদীয় দফতরের টানাটানিতে এখনও পর্যন্ত বিধায়ক পদে শপথ নিতে পারেননি শাসকদলের জয়ী প্রার্থী। অবশেষে এই বিষয়ে হস্তক্ষেপ করেন মুখ্যমন্ত্রী। তবে ইতিমধ্যেই সেই জট কাটতে চলছে।

সরকারি ছুটির দিনেও তৎপরতা, বিধায়ককে শপথের অনুমতি চেয়ে চিঠি
সরকারি ছুটির দিনেও তৎপরতা, বিধায়ককে শপথের অনুমতি চেয়ে চিঠি

যদিওবা এতদিনে কেন বিধায়কের শপথ নেওয়া সম্ভব হয়নি, রবিবার সন্ধ্যায় ফোন করে মুখ্যমন্ত্রীকে তা জানান পরিষদীয়মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। এরপরেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে রাজভবনকে চিঠি পাঠানো হয়, যাতে দ্রুত বিধায়কের শপথগ্রহণের বন্দোবস্ত করা যায়। কারণ, মঙ্গলবার থেকে রাজভবনে থাকবেন না রাজ্যপাল সিভি আনন্দ বোস।

সরকারি ছুটির দিনেও তৎপরতা, বিধায়ককে শপথের অনুমতি চেয়ে চিঠি

জানা গিয়েছে, মঙ্গলবার রাজ্যপাল যাবেন দিল্লি। আর বুধবার সেখান থেকেই পাড়ি দেবেন আমেরিকায়। তবে তাঁর কলকাতায় ফেরার কথা ৭ অক্টোবর। তাই তার আগেই বিধায়কের শপথগ্রহণের বন্দোবস্ত করতে চান মুখ্যমন্ত্রী। তাছাড়াও যদি কোনও কারণে সোমবার রাজ্যপাল শপথগ্রহণের অনুমোদন না দিলে, তা আরও দিন দশেক পিছিয়ে যেতে পারে বলে মনে করা হচ্ছে। এবার দেখার বিষয় যে, রাজ্যপালের পক্ষ থেকে শপথগ্রহণের অনুমোদন মেলে কি না!

সরকারি ছুটির দিনেও তৎপরতা, বিধায়ককে শপথের অনুমতি চেয়ে চিঠি

সরকারি ছুটির দিনেও তৎপরতা, বিধায়ককে শপথের অনুমতি চেয়ে চিঠি