নজরবন্দি ব্যুরো: রাজ্য-রাজ্যপাল সংঘাত চরমে। উপাচার্য নিয়োগ নিয়ে তর্জা শীর্ষে! এহেন পরিস্থিতিতে রাজ্য-রাজ্যপাল সংঘাত কাটাতে উপাচার্য বাছাইয়ের জন্য সার্চ কমিটি গঠন করার নির্দেশ দিয়েছিল শীর্ষ আদালত। যেই নির্দেশ মতই ইতিমধ্যেই রাজভবনের পক্ষ থেকে কমিটির জন্য সদস্যদের নামও পাঠিয়ে দেওয়া হয়েছে। কিন্তু এহেন আবহে ফের বিস্ফোরণ মন্তব্য করলেন রাজ্যপাল।
আরও পড়ুন: মুখ্যমন্ত্রী ফিরতেই এবার বিদেশ সফরে বাংলার রাজ্যপাল, বোস চললেন আমেরিকা
জানা গিয়েছে, উপাচার্যদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করেছেন আচার্য তথা রাজ্যপাল সি ভি আনন্দ বোস। আর সেই বৈঠকেই বিষ্ফোরক মন্তব্য করেন রাজ্যপাল। তিনি বলেন, “আপনারা নিজেদের কাজ করে যান। কে কি বলছে, কে কি করছে দেখার দরকার নেই। অন্যদিকে দেখার প্রয়োজন নেই।” উপাচার্যদের উদ্দেশ্য এমনটাই বললেন আচার্য তথা রাজ্যপাল সি ভি আনন্দ বোস।

সূত্রের খবর, ওই বৈঠকে কোন বিশ্ববিদ্যালয়ে কী সমস্যা, আলাদা করে উপাচার্যদের কাছে শোনেন আচার্য। প্রত্যেক বিশ্ববিদ্যালয়ের অ্যান্টি র্যাগিং কমিটির কাজের তদারকি করবে রাজভবন, ঠিক হয় বৈঠকে। সঠিক সময়ে ফলপ্রকাশের ওপর জোর দেন রাজ্যপাল। উচ্চশিক্ষায় গবেষণার যৌথ প্রোগ্রামের বিষয়ে কতটা অগ্রগতি হয়েছে, তা নিয়েও উপাচার্যদের কাছ থেকে খোঁজ নেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস।
প্রসঙ্গত, চলতি মাসের ১৫ তারিখ উপাচার্য নিয়োগ নিয়ে রাজ্য-রাজ্যপাল সংঘাত কাটাতেই সার্চ কমিটি গঠনের কথা জানিয়েছিল শীর্ষ আদালত। এই মামলায় রাজ্য, রাজ্যপাল ও ইউজিসিকে কমিটির জন্য পাঁচজন সদস্যের নাম জানাতে বলেছিল আদালত। পাশাপাশি আদালতের পক্ষ থেকে আরও জানানো হয়েছিল যে, আগামী ২৫ সেপ্টেম্বর এই কমিটি গঠন করা হবে।
নিজেদের কাজ করুন, উপাচার্যদের উদ্দেশ্যে বার্তা রাজ্যপালের
উপাচার্য নিয়োগ মামলায় বিচারপতি সূর্য কান্ত এবং বিচারপতি দীপঙ্কর দত্তের ডিভিশন বেঞ্চ জানায় যে, রাজ্য, রাজ্যপাল ও ইউজিসির থেকে সমান সংখ্যক সদস্য নিয়ে তিন জনের সার্চ কমিটি গঠন করা হবে। আর এই কমিটিই রাজ্যের বিশ্ববিদ্যালয় গুলির জন্য স্থায়ী উপাচার্যের নাম প্রস্তাব করবে। তবে রাজ্যপালের পক্ষ থেকে উপাচার্য মামলায় সার্চ কমিটির জন্য সদস্যদের নাম পাঠানো হলেও রাজ্য এবং ইউজিসির তরফে থেকে কোনও নাম পাঠানো হয়েছে কি না, তা এখনও স্পষ্ট নয়।