মুখ্যমন্ত্রী ফিরতেই এবার বিদেশ সফরে বাংলার রাজ্যপাল, বোস চললেন আমেরিকা
CV Anand Bose Foreign Tour

নজরবন্দি ব্যুরো: ১২ দিনের সফর শেষে কলকাতায় ফিরেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। স্পেন, দুবাই সফর শেষে মুখ্যমন্ত্রী সোজা পৌঁছেন গেছিলেন SSKM হাসপাতালে। পায়ের সমস্যা সংক্রান্ত বিষয় ডাক্তারের পরমর্শ নিতেই পৌঁছে গেছিলেন হাসপাতালে। তবে এর মাঝেই মুখ্যমন্ত্রীর বিদেশ সফর কেমন হয়েছে, তা জানতেই মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি লিখেছিলেন রাজ্যপাল।

আরও পড়ুন: Weather Update: পুজোর আগেই ঘূর্ণিঝড়ের আশঙ্কা, মাসের শেষে কেমন থাকবে আবহাওয়া?

আর এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ফিরতেই বিদেশ সফরে চললেন বাংলার রাজ্যপাল সি ভি আনন্দ বোস। জানা যাচ্ছে, আমেরিকা যাচ্ছেন রাজ্যের সাংবিধানিক প্রধান। ১২ দিনের সফরে যাচ্ছেন বাংলার রাজ্যপাল।  সরকারি কর্মসূচির পাশাপাশি তিনি আমেরিকার একটি সাহিত্য সম্মেলনেও অংশ নিতে পারেন। আমেরিকায় বসবাসকারী ভারতীয়দের সঙ্গেও কথা বলবে সিভিন আনন্দ বোস। সেখানে একাধিক কর্মসূচি রয়েছে রাজ্যের সাংবিধানিক প্রধানের।

মুখ্যমন্ত্রী ফিরতেই এবার বিদেশ সফরে বাংলার রাজ্যপাল, উপাচার্যদের উদ্দেশ্যে বার্তাও দেন রাজ্যপাল
মুখ্যমন্ত্রী ফিরতেই এবার বিদেশ সফরে বাংলার রাজ্যপাল, উপাচার্যদের উদ্দেশ্যে বার্তাও দেন রাজ্যপাল

অন্যদিকে, বিদেশ সফরের আগেই উপাচার্যদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করেছেন আচার্য তথা রাজ্যপাল সি ভি আনন্দ বোস। আর সেই বৈঠকেই বিষ্ফোরক মন্তব্য করেন রাজ্যপাল। তিনি বলেন, “আপনারা নিজেদের কাজ করে যান। কে কি বলছে, কে কি করছে দেখার দরকার নেই। অন্যদিকে দেখার প্রয়োজন নেই।” উপাচার্যদের উদ্দেশ্য এমনটাই বললেন আচার্য তথা রাজ্যপাল সি ভি আনন্দ বোস।

মুখ্যমন্ত্রী ফিরতেই এবার বিদেশ সফরে বাংলার রাজ্যপাল, উপাচার্যদের উদ্দেশ্যে বার্তাও দেন রাজ্যপাল

সূত্রের খবর, ওই বৈঠকে কোন বিশ্ববিদ্যালয়ে কী সমস্যা, আলাদা করে উপাচার্যদের কাছে শোনেন আচার্য। প্রত্যেক বিশ্ববিদ্যালয়ের অ্যান্টি র‍্যাগিং কমিটির কাজের তদারকি করবে রাজভবন, ঠিক হয় বৈঠকে। সঠিক সময়ে ফলপ্রকাশের ওপর জোর দেন রাজ্যপাল। উচ্চশিক্ষায় গবেষণার যৌথ প্রোগ্রামের বিষয়ে কতটা অগ্রগতি হয়েছে, তা নিয়েও উপাচার্যদের কাছ থেকে খোঁজ নেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। এদিন তিনি বলেন, “আমি কয়েকদিনের জন্য বিদেশে যাচ্ছি। ইউএন সিকিউরিটি জেনারেলের আমন্ত্রণে যাচ্ছি। সেখানে বৈঠক হবে আমার। কয়েকটি বিদেশি বিশ্ববিদ্যালয়ে যাব আমি। মউ করা হবে। আমি ২, ৩ তারিখের মধ্যেই ফিরে আসবো। আপনারা মন দিয়ে কাজ করুন।”

মুখ্যমন্ত্রী ফিরতেই এবার বিদেশ সফরে বাংলার রাজ্যপাল, উপাচার্যদের উদ্দেশ্যে বার্তাও দেন রাজ্যপাল

মুখ্যমন্ত্রী ফিরতেই এবার বিদেশ সফরে বাংলার রাজ্যপাল, উপাচার্যদের উদ্দেশ্যে বার্তাও দেন রাজ্যপাল