নজরবন্দি ব্যুরো: নিম্নচাপের জেরে গত কয়েকদিন ধরেই কলকাতা সহ রাজ্যের একাধিক জেলায় বর্ষা শুরু হয়েছে। মেঘলা আকাশ, ঝমঝমিয়ে বৃষ্টি। নতুন করে ঘূর্ণিঝড়ের আশঙ্কা জানিয়েছে আবহাওয়া দফতর। সব মিলিয়ে পুজোর আগে নতুন করে আতঙ্ক বাড়ছে বঙ্গবাসীর। মাসের শেষে রাজ্যে আবহাওয়া কেমন থাকবে? কী বলছে হাওয়া অফিস।
আরও পড়ুন: ঘূর্ণাবর্তের জেরে বাংলায় দুর্যোগের আশঙ্কা, ছুটির দিনে ভেস্তে যাবে পুজোর শপিং
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, ২৯ তারিখের মধ্যে উত্তর আন্দামান সাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হবে। যা পরবর্তী ৪৮ থেকে ৭২ ঘণ্টার মধ্যে বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপে পরিণত হবে। যদিও এটি শক্তি বাড়িয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হয় কিনা এবং হলেও তাঁর অভিমুখ কোনদিকে হবে, সেদিকেই নজর রাখছেন আবহাওয়াবিদরা। এর প্রভাবে দক্ষিণবঙ্গের সব জেলাতেই বৃষ্টি হবে। কোনও কোনও জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সোমবার উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, কলকাতা, হাওড়া, হুগলিতে বিক্ষিপ্তভাবে বৃষ্টি হবে।
বীরভূম ও মুর্শিদাবাদে তুলনামূলক ভারী বৃষ্টি হবে। নতুন সপ্তাহের শুরুতেও বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আগামী মঙ্গলবার ও বুধবার হালকা বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। সোমবার থেকে তাপমাত্রা বাড়বে। আর্দ্রতাজনিত অস্বস্তি বোধ হবে। এরপরের দিনই অর্থাৎ মঙ্গলবার থেকে বৃষ্টি কমতে পারে। কলকাতা সহ আশেপাশের এলাকায় সকাল থেকেই আকাশ মেঘাচ্ছন্ন। কয়েক পশলা বৃষ্টি হতে পারে। আগামী ২৪ ঘণ্টায় বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে।
উত্তরবঙ্গে অতিভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে হাওয়া অফিস। রবিবার দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার ও কোচবিহারে ভারী বৃষ্টি হতে পারে। বাকি তিন জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সোমবার থেকে আপাতত বৃষ্টির পূর্বাভাস রয়েছে। মঙ্গলবার ও বুধবারও উত্তরের জেলাগুলিতে হাল্কা বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।
পুজোর আগেই ঘূর্ণিঝড়ের আশঙ্কা, মাসের শেষে কেমন থাকবে আবহাওয়া?
