নজরবন্দি ব্যুরো: চলতি মাসের শুরু থেকেই রাজ্যে চড়ছে তাপমাত্রার পারদ। আগামী কয়েকদিন বিভিন্ন জেলায় তাপপ্রবাহের সতর্কতা রয়েছে। এরইমধ্যে খানিকটা স্বস্তির বার্তা দিল আলিপুর আবহাওয়া দফতর। রবিবার ও সোমবার বিভিন্ন জেলায় রয়েছে বৃষ্টির পূর্বাভাস। পাশাপাশি ৩০-৪০ কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। তবে কি গরম থেকে রেহাই মিলবে? কি জানাল আবহাওয়া দফতর?

আরও পড়ুন: তাপপ্রবাহের সতর্কতার মাঝে বৃষ্টির পূর্বাভাস, স্বস্তি মিলবে কি?

আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, রবিবার (৪ জুন) উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম- দক্ষিণবঙ্গের এই জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। সোমবার (৫ জুন) অর্থাৎ আগামীকাল উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুরের কিছু জায়গায় বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলতে পারে। আগামী সপ্তাহের মঙ্গলবার দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

গরমে মিলল স্বস্তির বার্তা! তাপপ্রবাহের সতর্কতার মাঝে বৃষ্টির পূর্বাভাস

দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের কয়েকটি জেলায় বৃষ্টির সম্ভাবনা জানিয়েছে আবহাওয়া দফতর। জানা গিয়েছে, রবিবার থেকে মঙ্গলবার পর্যন্ত দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তবে বৃষ্টি হলেও এখনই গরম থেকে নিস্তার নেই বলে জানাচ্ছেন আবহাওয়াবিদরা।

গরমে মিলল স্বস্তির বার্তা! তাপপ্রবাহের সতর্কতার মাঝে বৃষ্টির পূর্বাভাস
গরমে মিলল স্বস্তির বার্তা! তাপপ্রবাহের সতর্কতার মাঝে বৃষ্টির পূর্বাভাস

আবহাওয়া দফতরের পূর্বাভাস বলছে, এই সপ্তাহেও দক্ষিণবঙ্গের একাধিক জেলায় লু এর সতর্কতা রয়েছে। জলীয় বাষ্প বেশী থাকায় অস্বস্তিকর গরম বজায় থাকবে। কলকাতা সহ উপকূলের জেলাগুলিতে আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে। পশ্চিমের কয়েকটি জেলায় শুষ্ক আবহাওয়া থাকবে। রয়েছে লু- এর সতর্কতা। দিনের পাশাপশি রাতেও গরম থেকে মিলবে না রেহাই। আবহাওয়াবিদরা জানিয়েছেন সর্বোচ্চ তাপমাত্রার পাশাপাশি সর্বনিম্ন তাপমাত্রা বাড়বে।

গরমে মিলল স্বস্তির বার্তা! তাপপ্রবাহের সতর্কতার মাঝে বৃষ্টির পূর্বাভাস

গরমে মিলল স্বস্তির বার্তা! তাপপ্রবাহের সতর্কতার মাঝে বৃষ্টির পূর্বাভাস
গরমে মিলল স্বস্তির বার্তা! তাপপ্রবাহের সতর্কতার মাঝে বৃষ্টির পূর্বাভাস