Weather Update: কলকাতায় তুমুল ঝড়-বৃষ্টির সম্ভাবনা, কালবৈশাখীর পূর্বাভাস! তছনছ হবে তিলোত্তমা?

কলকাতায় তুমুল ঝড়-বৃষ্টির সম্ভাবনা, কালবৈশাখীর পূর্বাভাস! তছনছ হবে তিলোত্তমা?

নজরবন্দি ব্যুরো: কয়েকদিনের অস্বস্তিকর গরম কাটিয়ে ফের বৃষ্টির দেখা মিলেছে কলকাতায়। বৃহস্পতিবার দুপুরের পর থেকেই আকাশে দেখা দিয়েছিল কালো মেঘ। কিছুক্ষণের মধ্যেই ঝেঁপে বৃষ্টি! তীব্র দাবদাহের দহনজ্বালা থেকে মনোরম পরিবেশ, তাপমাত্রা অনেকটাই নীচে নেমেছিল। কিন্তু গতকালের ক্ষণিকের ঝড় বিভিন্ন জায়গায় ব্যাপক ক্ষয়ক্ষতি করেছে। শুক্রবারও রয়েছে ঝড়-বৃষ্টির সম্ভাবনা, ফের কালবৈশাখীর পূর্বাভাস! কি বলছে আবহাওয়া দফতর।

আরও পড়ুন: Weather Update: সাতসকালে বৃষ্টিতে ভিজল শহর! বেলা বাড়তেই কি বাড়বে দুর্যোগ?

আবহাওয়া দফতর সূত্রে খবর, আজ (১৯ মে) বিকেলেও কলকাতায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া আগামী ২০ তারিখ পর্যন্ত দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা- উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলী, কলকাতা, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, ঝাড়গ্রামে বিকেলের দিকে ঝড়-বৃষ্টি হতে পারে। এই জেলাগুলিতে ৩০-৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। অন্যদিকে, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, পশ্চিম বর্ধমান- দক্ষিণবঙ্গের এই জেলাগুলিতে ঝোড়ো হাওয়া বইবে ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার গতিবেগে। আগামী রবিবার থেকে আবহাওয়ার পরিবর্তন হতে পারে।

কলকাতায় তুমুল ঝড়-বৃষ্টির সম্ভাবনা, ফের কালবৈশাখীর তাণ্ডব শহরে
কলকাতায় তুমুল ঝড়-বৃষ্টির সম্ভাবনা, ফের কালবৈশাখীর তাণ্ডব শহরে

দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও বৃষ্টিপাতের পূর্বাভাস জারি করেছে হাওয়া অফিস। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদায় বৃষ্টিপাতের পাশাপাশি ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। আগামী ২১ তারিখ পর্যন্ত উত্তরবঙ্গে তাপমাত্রা পরিবর্তনের কোনও সম্ভাবনা নেই।

কলকাতায় তুমুল ঝড়-বৃষ্টির সম্ভাবনা, ফের কালবৈশাখীর তাণ্ডব শহরে

শুক্রবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩৪ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৩ ডিগ্রি সেলসিয়াস। গতকাল অর্থাৎ বৃহস্পতিবার শহরের সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল যথাক্রমে ৩৩.৩ ডিগ্রি সেলসিয়াস এবং ২৭.১ ডিগ্রি সেলসিয়াস। বাংলায় কবে বর্ষা প্রবেশ করবে তা নিয়ে এখনও নিশ্চিত কিছু জানায়নি আলিপুর আবহাওয়া দফতর।

কলকাতায় তুমুল ঝড়-বৃষ্টির সম্ভাবনা, ফের কালবৈশাখীর তাণ্ডব শহরে

কলকাতায় তুমুল ঝড়-বৃষ্টির সম্ভাবনা, ফের কালবৈশাখীর তাণ্ডব শহরে
কলকাতায় তুমুল ঝড়-বৃষ্টির সম্ভাবনা, ফের কালবৈশাখীর তাণ্ডব শহরে