নজরবন্দি ব্যুরো: অবশেষে তীব্র গরমে স্বস্তি পেল বঙ্গবাসী! আবহাওয়া দফতরের পূর্বাভাস সত্যি করেই সকাল থেকেই বঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির দেখা মিলল। তবে কি বেলা বাড়তেই বাড়বে দুর্যোগ! যদিও এই বৃষ্টি আগামী কয়েকদিন চলবে বলেই জানাচ্ছে আবহাওয়া দফতর। তাছাড়াও আজও একাধিক জেলায় শিলা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অন্যদিকে, বিকেলে প্রবল কালবৈশাখীর অ্যালার্ট কলকাতাতে। দক্ষিণের কোন কোন জেলায় বৃষ্টি হবে? জানুন আজকের আবহাওয়ার পূর্বাভাস…
আরও পড়ুন: Horoscope: লক্ষ্মীবারে উন্নতির সঙ্গে ধনলাভ এই রাশিরগুলির! জানুন রাশিফল
প্রসঙ্গত, রবিবার ঘূর্ণিঝড় মোকা আঘাত হেনেছে বাংলাদেশ ও মায়ানমার উপকূলে। মোকার সরাসরি কোনও প্রভাব বাংলা ও ভারতে পড়েনি। তবে মোকার কারণে বাংলার আবহাওয়ার কিছুটা পরিবর্তন এসেছে। বেশ অনেকটাই কমছিল তাপমাত্রা। যেহেতু মোকার ফলে বঙ্গে জলীয় বাষ্প বঙ্গে ঢুকতে পারেনি। কিন্তু মোকা চলে যাওয়ার ফলে এবার বঙ্গে ঢুকতে পারে জলীয় বাষ্প। যেহেতু মোকার ফলে বঙ্গে জলীয় বাষ্প বঙ্গে ঢুকতে পারেনি। কিন্তু মোকা চলে যাওয়ার ফলে এবার বঙ্গে ঢুকতে পারে জলীয় বাষ্প। সেই কারণেই দুই বঙ্গেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ১৬ মে মঙ্গলবার থেকে ২০ তারিখ শনিবার পর্যন্ত উত্তরবঙ্গে এবং ১৭ মে বুধবার থেকে ২০ তারিখ পর্যন্ত দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

আবহাওয়া দফতর জানিয়েছে, আজ অর্থাৎ বৃহস্পতিবার থেকে শনিবার ঝড় কিংবা বৃষ্টির বেগ বাড়বে বলেও জানানো হয়েছে। বিভিন্ন জায়গায় কোথাও ঘন্টায় ৩০-৪০ কিমি আবার কোথাও ৪০-৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়ার সতর্কবার্তা দেওয়া হয়। আজ, বৃহস্পতিবার উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পূর্ব ও পশ্চিম বর্ধমান ও নদিয়া জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টি হতে পারে। এরপরে, আগামীকাল, শুক্রবার উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, মুর্শিদাবাদ ও নদিয়ায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টি হতে পারে। আজ থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ বাড়বে। তাছাড়াও তাপপ্রবাহের সতর্কবার্তা দেওয়া হয়েছে রাজ্যের পশ্চিমের জেলাগুলিতে। আজ তাপপ্রবাহের সতর্কবার্তা রয়েছে পুরুলিয়া, পশ্চিম বর্ধমান এবং বাঁকুড়া জেলাতে।
আজ, বৃহস্পতিবার, সকাল কলকাতায় মূলত মেঘলা আকাশ। আজ সর্বনিম্ন তাপমাত্রা ২৭ ডিগ্রি সেলসিয়াস। আর সর্বোচ্চ তাপমাত্রা ৩৩ ডিগ্রি সেলসিয়াস। যা গতকাল ছিল কলকাতায় সকালে সর্বনিম্ন তাপমাত্রা ২৮ ডিগ্রি। আর সর্বোচ্চ তাপমাত্রা ৩৫ ডিগ্রি সেলসিয়াস। এছাড়াও উত্তরবঙ্গের ক্ষেত্রেও দার্জিলিং, জলপাইগুড়িতে ভারী বৃষ্টির সঙ্গে বজ্রবিদ্যুৎ এবং ঘন্টায় ৩০-৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এছাড়াও উত্তরবঙ্গের বাকি পাঁচ জেলায় বজ্রবিদ্যুৎ-সহ ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।