ভারী বর্ষণে নবমীর আনন্দ মাটি হতে পারে! কী বলছে হাওয়া অফিস?
weather in durga puja

নজরবন্দি ব্যুরোঃ শারদোৎসবের শেষ দিনে আনন্দের পারদ একেবারে তুঙ্গে থাকলেও, ঠিক পরমুহূর্তের কথা মনে করেই মনখারাপ হয়ে যায় অনেকের। এবার আবার সেই মনখারাপে অনুঘটকের মতো কাজ করছে দফায় দফায় বৃষ্টি।

আরও পড়ুনঃ উৎসবের মরশুমে দেশের করোনা আক্রান্ত খুব সামান্য, দেশ এই মহামারীকে জয় করা সময়ের অপেক্ষামাত্র

কখনও ঝিরঝিরে আবার কখনও বজ্রবিদ্যুৎ-সহ কয়েক পশলা বৃষ্টি মাঝেমধ্যেই তাল কেটেছে দুর্গাপুজোর আনন্দের। শেষ দিনটিতে আবহাওয়া কেমন থাকে, সেই বুঝে ঘোরার পরিকল্পনা করতে হবে দর্শনার্থীদের। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, মঙ্গলবার বিক্ষিপ্ত ভাবে বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে।

উত্তরের জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতায় হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। দক্ষিণবঙ্গের বীরভূম ও মুর্শিদাবাদ ছাড়া বাকি কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। তবে উত্তরবঙ্গবাসীর জন্য দুঃসংবাদ শুনিয়েছে হাওয়া অফিস।

ভারী বর্ষণে নবমীর আনন্দ মাটি হতে পারে! কী বলছে হাওয়া অফিস?

কোচবিহার, জলপাইগুড়ি, মালদহ, দুই দিনাজপুর-সহ একাধিক জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা এদিন। দার্জিলিং, কালিম্পংয়ে ভারী বৃষ্টি চলবে। তাই ঠাকুর দেখতে জাবার আগে জেন মনে করে হাতে ছাতা নিতে ভুলবেন না যেন।