নজরবন্দি ব্যুরো: আগামী লোকসভা নির্বাচনের আগে দেশের বিরোধী দলগুলি একজোট হয়েছে। নামকরণ হয়েছে ‘ইন্ডিয়া’। ২৪-এর ভোটে মোদী সরকারকে ক্ষমতাচ্যুত করতে লড়াইয়ে নেমেছে এই জোট। খোদ নরেন্দ্র মোদী বিরোধীদের কটাক্ষ করেছেন। কিন্তু এবার বিজেপির বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ আনলেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। তাঁর দাবি, ব্যবসায়ীরা বিরোধীদের টাকা দিতে ভয় পাচ্ছে বিজেপির জন্য।
আরও পড়ুন: আজ একসঙ্গে ৯টি নতুন বন্দে ভারত এক্সপ্রেসের উদ্বোধন করবেন মোদী, কোন কোন রুটে?
সম্প্রতি দিল্লিতে একটি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কংগ্রেসের প্রাক্তন সভাপতি রাহুল গান্ধী (Rahul Gandhi)। সেখানেই বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, “ভারতের যেকোনও ব্যবসায়ীকে গিয়ে প্রশ্ন করুন বিরোধীদের সমর্থন করলে তাঁদের সঙ্গে কী হতে পারে। যদি তাঁরা কোনও একটি বিরোধী দলের নামে চেক সই করে তাঁদের কাছে জিজ্ঞেস করুন কী হতে পারে। আমরা আর্থিক দিক থেকে আক্রান্ত হচ্ছি, তবুও বিরোধী জোট ভালো কাজ করছে। ভারতের রাষ্ট্রশক্তির বিরুদ্ধে আমরা লড়ছি, ভারতকে বাঁচিয়ে রাখতে আমরা লড়াই করছি। সেই কারণেই আমাদের জোটের নাম ‘ইন্ডিয়া’।
২০১৪ সালে বিজেপি কেন্দ্রের ক্ষমতায় আসে। দীর্ঘদিনের ধরে রাখা দিল্লির মসনদ হাতছাড়া হয় কংগ্রেসের (Congress)। প্রায় ১০ বছর হতে চলল ক্ষমতায় নেই হাত শিবির। এমনকি দেশের অনেক রাজ্যেই ক্ষমতা থেকে অনেকটাই দূরে তারা। পশ্চিমবঙ্গে গত বিধানসভা নির্বাচনের (2021 WB Assembly Election) পর বিধানসভায় শূন্য হয়ে যায় কংগ্রেস। পাঞ্জাবেও আম আদমি পার্টির (AAP) কাছে আসন হারায় এই দল। তবে চলতি বছরে কর্ণাটকের বিধানসভা নির্বাচনে বিজেপিকে হারিয়ে দক্ষিণের ওই রাজ্যে ক্ষমতায় আসে কংগ্রেস।
২০২৪ সালের লোকসভা নির্বাচনের (Loksabha Election 2024) আগে কংগ্রেস, তৃণমূল, আপ, সমাজবাদী পার্টি সহ একাধিক বিরোধী দল হাত মেলায়। ইতিমধ্যেই বিরোধী জোট ‘ইন্ডিয়া’-র (Indian National Developmental Inclusive Alliance) তিনটি বৈঠক সম্পন্ন হয়েছে। আগামী বছরই মোদীকে ক্ষমতাচ্যুত করতে আত্মবিশ্বাসী তারা। যদিও এই বিরোধী জোটকে গুরুত্ব দিতে নারাজ পদ্ম শিবির।
একজোট হয়ে অর্থকষ্টে ভুগছে বিরোধীরা! বিজেপিকে ভয়ে পাচ্ছেন ব্যবসায়ীরা, বিস্ফোরক Rahul Gandhi
