নজরবন্দি ব্যুরোঃ আজ অর্থাৎ রবিবার একসঙ্গে ৯টি নতুন বন্দে ভারত এক্সপ্রেসের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মোট ১১টি রাজ্যে ছুটবে এই ট্রেনগুলি। এই রাজ্যের তালিকায় রয়েছে পশ্চিমবঙ্গ, রাজস্থান, তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ, কেরল, কর্ণাটক, ওড়িশা, তেলেঙ্গানা, বিহার, ঝাড়খন্ড এবং গুজরাট। ভিডিও কনফারেন্সের মাধ্যমে আজ এই নতুন ট্রেনগুলির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী।
আরও পড়ুনঃ চাঁদে ভোর হয়েছে তিন দিন হল, এখনও ঘুম ভাঙেনি বিক্রম-প্রজ্ঞানের, তবুও আশাবাদী ISRO!
আজ, যে যে রুটে বন্দে ভারত এক্সপ্রেস চালু হবে সেগুলি হল,
জামনগর-আহমেদাবাদ বন্দে ভারত এক্সপ্রেস
উদয়পুর-জয়পুর বন্দে ভারত এক্সপ্রেস
রৌরকেল্লা-ভুবনেশ্বর-পুরী বন্দে ভারত এক্সপ্রেস
হাওড়া-পাটনা বন্দে ভারত এক্সপ্রেস
হাওড়া-রাঁচি বন্দে ভারত এক্সপ্রেস
হায়দরাবাদ-বেঙ্গালুরু বন্দে ভারত এক্সপ্রেস
তিরুনেলবেলী-মাদুরাই-চেন্নাই বন্দে ভারত এক্সপ্রেস
বিজয়ওয়াড়া-চেন্নাই বন্দে ভারত এক্সপ্রেস
কাসারগড়-তিরুঅনন্তপুরম বন্দে ভারত এক্সপ্রেস
আজ একসঙ্গে ৯টি নতুন বন্দে ভারত এক্সপ্রেসের উদ্বোধন করবেন মোদী, কোন কোন রুটে?
রেল মন্ত্রক সূত্রে খবর, আজ বন্দে ভারত এক্সপ্রেসগুলির উদ্বোধন হলেও হাওড়া-রাঁচি বন্দে ভারত আগামী ২৭ সেপ্টেম্বর এবং হাওড়া-পাটনা বন্দে ভারত আগামী ২৬শে সেপ্টেম্বর থেকে যাত্রী নিয়ে চলাচল করবে। জানা গিয়েছে, হাওড়া-রাঁচি বন্দে ভারত পশ্চিমবঙ্গের খড়গপুর এবং পুরুলিয়ায় স্টেশনে দাঁড়াবে। হাওড়া-পাটনা বন্দে ভারত আসানসোল এবং দুর্গাপুর থামবে।
