চাঁদে ভোর হয়েছে তিন দিন হল, এখনও ঘুম ভাঙেনি বিক্রম-প্রজ্ঞানের, তবুও আশাবাদী ISRO!
Vikram-Pragyan still hasn't woken up

নজরবন্দি ব্যুরোঃ ২১শে সেপ্টেম্বর চাঁদে ফের সূর্য উঠেছে। আর সেদিন থেকেই কিন্তু ল্যান্ডার বিক্রম এবং রোভার প্রজ্ঞানকে জাগাবার চেষ্টায় আছেন ইসরোর বিজ্ঞানীরা। তবে, বিগত ৩ দিন ধরে চেষ্টা করলেও বিক্রম ও প্রজ্ঞানের ঘুম ভাঙেনি। কিন্তু এখনই আশা ছাড়তে নারাজ ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা। আগামী ১৪ দিন ধরেই ইসরোর বিজ্ঞানীরা বিক্রম ও প্রজ্ঞানকে সজাগ করার চেষ্টায় লিপ্ত থাকবেন।

আরও পড়ুনঃ অনেক বড় বড় চুক্তি হয়েছে, কলকাতায় ফিরে মমতা জানালেন সফর চূড়ান্ত সফল!

ইসরোর চেয়ারম্যান এস সোমনাথ কিন্তু বিক্রম ও প্রজ্ঞানের জেগে ওঠা নিয়ে খুবই আশাবাদী। তিনি বলেছেন, “বিক্রম ও প্রজ্ঞানের সঙ্গে কখন যোগাযোগ করা যাবে, তা নিশ্চিত নয়। ওরা কখন জেগে উঠবে তা জানা নেই। হয়তো আগামীকাল জেগে উঠতে পারে। আবার চাঁদে আঁধার নামার আগের দিনও ওরা সাড়া দিতে পারে। কিছুই ঠিক নেই। তবে আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি। যদি ল্যান্ডার এবং রোভারকে জাগিয়ে তুলতে পারি, তাহলে সেটা আমাদের বড় সাফল্য।”

চাঁদে ভোর হয়েছে তিন দিন হল, এখনও ঘুম ভাঙেনি বিক্রম-প্রজ্ঞানের, তবুও আশাবাদী ISRO!  

প্রসঙ্গত, ২৩শে অগস্ট চাঁদের দক্ষিণ মেরুতে সফল্ভাবে অবতরণ করে ল্যান্ডার বিক্রম। তারপর তার গর্ভ থেকে বেরিয়ে আসে প্রজ্ঞান। সূর্যের আলোর সাহায্যে ১৪ দিন ধরে চাঁদে অনেকগুলি অনুসন্ধান চালিয়েছে প্রজ্ঞান। ল্যান্ডার বিক্রম এবং রোভার প্রজ্ঞান তাঁদের সঙ্গে থাকা পোলেডের মাধ্যমে অনেক তাৎপর্যপূর্ণ তথ্য দিয়েছে। প্রথমত, চাঁদের দক্ষিণ মেরুর মাটির উষ্ণতা। দ্বিতীয়ত, চাঁদে কী কী খনিজ উপলব্ধ। তৃতীয়ত, চাঁদে ভূমিকম্প হয় কিনা। এই সব প্রশ্নের উত্তর দিয়েছে বিক্রম এবং প্রজ্ঞান। এরপর ধীরে ধীরে চাঁদে নেমে আসে রাত। কার্যকারিতা হারায় বিক্রম ও প্রজ্ঞান। ইসরোর তরফে দু’জনকেই ‘স্লিপ মোড’-এ পাঠিয়ে দেওয়া হয়।

চাঁদে ভোর হয়েছে তিন দিন হল, এখনও ঘুম ভাঙেনি বিক্রম-প্রজ্ঞানের, তবুও আশাবাদী ISRO!  

চাঁদে ভোর হয়েছে তিন দিন হল, এখনও ঘুম ভাঙেনি বিক্রম-প্রজ্ঞানের, তবুও আশাবাদী ISRO!  

তবে, চাঁদে রাত নামার পর তাপমাত্রা হিমাঙ্কের এতটাই নীচে নেমে যায় যে সেখানে কোনও যন্ত্রের কাছেই তাঁর কার্যকারিতা শক্তি ধরে রাখাটা চ্যালেঞ্জের বিষয়। কখনও কখনও তাপমাত্রা হিমাঙ্কের ২০০ ডিগ্রিও নেমে যায়। এখন আবার কি বিক্রম আর প্রজ্ঞান জেগে উঠবে তা জানতে উৎসুক গোটা দেশবাসী। প্রতিনিয়ত নজর রাখছেন ইসরোর বিজ্ঞানীরা।

চাঁদে ভোর হয়েছে তিন দিন হল, এখনও ঘুম ভাঙেনি বিক্রম-প্রজ্ঞানের, তবুও আশাবাদী ISRO!