নজরবন্দি ব্যুরোঃ স্পেন ও দুবাই সফর শেষ করে শনিবার কলকাতায় ফিরেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর রাজ্যে পা দিয়েই কিন্তু তৃণমূল নেত্রী জানিয়ে দিলেন, এত সফল কর্মসূচি খুব কম দেখেছি। দমদম বিমানবন্দরে এসে মমতা বলেন, “স্পেন ও দুবাইয়ের বৈঠক সফল। অনেক বড় বড় চুক্তি হয়েছে। এত সফল কর্মসূচি খুব কম দেখেছি।”
আরও পড়ুনঃ নিজের সার্ভিস রিভলভার দিয়ে গুলি, আত্মহত্যা BSF আধিকারিকের
প্রসঙ্গত, গত ১২ই সেপ্টেম্বর বিদেশ সফরের উদ্দেশ্যে রওনা হয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। প্রথমে স্পেনের মাদ্রিদ এবং বার্সেলোনায় বাণিজ্য সম্মেলন করে দুবাই আসেন মুখ্যমন্ত্রী। আর এই পুরো সফরটাই ছিল মূলত বিনিয়োগকে কেন্দ্র করে। মুখ্যমন্ত্রীর সেই লক্ষ্য সফল হয়েছে বলেই জানিয়েছেন তিনি। শনিবার কলকাতায় ফিরে নিজের এক্স (ট্যুইটারের বর্তমান নাম) হ্যান্ডেলে মমতা লিখেছেন, “স্পেন এবং দুবাই থেকে বিনিয়োগ আসবে। নভেম্বরে বিশ্ব বাংলা শিল্প সম্মেলনের সময় বিদেশী প্রতিনিধি দল আসবে। আমি ভারতীয় দূতাবাস, CII, FICCI, ICC, সহকারী শিল্প-ব্যবসায়িক প্রতিনিধি এবং মিডিয়া সম্প্রদায়কে ধন্যবাদ জানাই। জয় বাংলা!”
Back to Kolkata with serious offers for investments and partnerships from Spain and Dubai. Follow-up overseas delegations will come shortly and during BGBS in November for carrying forward what we started. I thank the Indian Embassies, CII, FICCI, ICC, accompanying…
— Mamata Banerjee (@MamataOfficial) September 23, 2023
স্পেনের শিল্পপতিদের সঙ্গেও মাদ্রিদ ও বার্সেলোনায় বৈঠক সেরেছেন মুখ্যমন্ত্রী। সেখান থেকেও ইতিবাচক সাড়া মিলেছে। স্পেনের ফুটবল নিয়ামক সংস্থা লা-লিগা বাংলায় একটি অত্যাধুনিক অ্যাকাডেমি খুলবে বলে কথা দিয়েছে। সে জন্য কিশোর ভারতী স্টেডিয়ামকে নির্বাচন করা হয়েছে। ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় মেদিনীপুরে একটি ইস্পাত কারখানা করবেন বলেও কথা দিয়েছেন স্পেনে বসেই। তাছাড়া আসন্ন বঙ্গ বাণিজ্য মেলায় স্পেনের একাধিক শিল্পপতিদের কলকাতায় আসার জন্য আমন্ত্রণ জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।
অনেক বড় বড় চুক্তি হয়েছে, কলকাতায় ফিরে মমতা জানালেন সফর চূড়ান্ত সফল!
নিউটাউনে একটি বিশ্বমানের শপিং মল তৈরি করতে পারে বহুজাতিক সংস্থা লুলু গোষ্ঠী। শুক্রবার দুবাইয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক করেন সংস্থার ডিরেক্টর আশরফ আলি। এই বৈঠকেই শপিং মল তৈরির বিষয়টি স্থির হয়েছে বলে সূত্রের খবর।
