Vicky-Katrina: স্ত্রীর দাবিদাওয়া মেটাতে গিয়ে হিমশিম খাচ্ছেন ভিকি কৌশল! গোটা পারিশ্রমিকই খরচ হচ্ছে?

স্ত্রীর দাবিদাওয়া মেটাতে গিয়ে হিমশিম খাচ্ছেন ভিকি কৌশল! গোটা পারিশ্রমিকই খরচ হচ্ছে?
vicky kaushal says katrina wants expensive things

নজরবন্দি ব্যুরোঃ অনেক দিন ধরেই লোক চক্ষুর আড়ালে প্রেম করে বেড়াচ্ছিলেন অভিনেতা ভিকি কৌশল এবং ক্যাটরিনা কইফ। তবে শেষমেশ ২০২১ সালের ৯ ডিসেম্বর তাঁদের চারহাত এক হয়। তাঁরা বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। রাজস্থানের সাওয়াই মাধোপুরের সিক্স সেন্সেস ফোর্ট বারওয়ারায় তাঁদের বিবাহের অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছিল।

আরও পড়ুনঃ এবার বন্দে ভারতে মাত্র ছয় ঘণ্টায় হাওড়া থেকে পুরী পৌঁছতে পারবেন বঙ্গবাসী, কিন্তু খরচ কত?

জানা যায় যে তাঁরা বেশ কয়েক বছর ধরেই একসঙ্গে প্রেম করছিলেন একান্তে সময় কাটাচ্ছিলেন। কিন্তু তাঁরা কখনই তা প্রকাশ্যে আনেননি। যদিও লুকিয়ে রাখলেও তা নেটিজেন বা বলিপাড়ার চোখে ফাকি দিতে পারেনি। তাঁদের মধ্যে বয়েসের ফারাক বেশ অনেকটাই তা কারোরই অজানা নয়। তবে তা কখনই তাঁদের সম্পর্কে বাঁধা হয়ে দাড়ায়নি।

স্ত্রীর দাবিদাওয়া মেটাতে গিয়ে হিমশিম খাচ্ছেন ভিকি কৌশল! বিস্ফোরক মন্তব্য অভিনেতার 

তবে সম্প্রতি এক সাক্ষাৎকারে ভিকির কথা শুনে চিন্তার ভাজ পড়েছে তাঁদের অনুরাগীদের মনে। তবে কি দেড় বছরের সম্পর্কে ফাটল ধরতে চলেছে। সারা আলি খানের সঙ্গে ‘জরা হটকে জরা বাঁচকে’ ছবিতে সম্প্রতি কাজ করেছেন অভিনেতা। সেই ছবিরই ট্রেলার লঞ্চের অনুষ্ঠানে এসেছিলেন ভিকি।

স্ত্রীর দাবিদাওয়া মেটাতে গিয়ে হিমশিম খাচ্ছেন ভিকি কৌশল! বিস্ফোরক মন্তব্য অভিনেতার 

স্ত্রীর দাবিদাওয়া মেটাতে গিয়ে হিমশিম খাচ্ছেন ভিকি কৌশল! বিস্ফোরক মন্তব্য অভিনেতার 
স্ত্রীর দাবিদাওয়া মেটাতে গিয়ে হিমশিম খাচ্ছেন ভিকি কৌশল! বিস্ফোরক মন্তব্য অভিনেতার 

সেখানে ভিকি তার বৈবাহিক সম্পর্ক সম্পর্কে প্রশ্ন করা হয়। প্রশ্ন করা হয় ক্যাটরিনার সঙ্গে কোন বিষয় নিয়ে সব থেকে বেশি কথা কাটাকাটি হয় তাঁর? সেই প্রশ্নের উত্তরে ভিকি বলে ‘‘আমাদের মধ্যে বাড়ির আসবাবপত্র নিয়ে বেশ তর্ক হয়, আমাদের বাড়ির একটা অংশ ওই আসবাব দিয়ে সাজাতে চান তিনি। আমাকে ছবি পাঠিয়ে বলেছেন যে, এটা কেনার কথা ভাবছেন। তার দাম দেখে আমার মাথা ঘুরে গিয়েছে! ভিকি আরও জানান ’’ ভিকির কথায়, ‘‘ভীষণ দামি ছিল ওই আসবাব। কোনও ছবির চুক্তিতে সই করলে আমি তত টাকা পাই!’’