Vande Bharat Express: এবার বন্দে ভারতে মাত্র ছয় ঘণ্টায় হাওড়া থেকে পুরী পৌঁছতে পারবেন বঙ্গবাসী, কিন্তু খরচ কত?

এবার বন্দে ভারতে মাত্র ছয় ঘণ্টায় হাওড়া থেকে পুরী পৌঁছতে পারবেন বঙ্গবাসী, কিন্তু খরচ কত?
what is the exact fare of howrah puri vande bharat

নজরবন্দি ব্যুরোঃ এবার মাত্র ছয় ঘণ্টার ও কম সময় হাওড়া থেকে পুরী পৌছাতে পারবেন বঙ্গবাসী। কাল বৃহস্পতিবার পুরী-হাওড়া বন্দে ভারত এক্সপ্রেসের উদ্বোধনী যাত্রা হবে। তবে বৃহস্পতিবার থেকে চালু হবে না ট্রেন চলাচল। শনিবার থেকে ওই পথে নিয়মিত ট্রেন চলাচল শুরু হবে।

আরও পড়ুনঃ ইতিহাসের পাতায় গুরুত্বপূর্ণ ১৭ মে, জানুন আজকের দিনের নানা ঘটনাবলী

হাওড়া থেকে ছাড়বে এই নতুন বন্দে ভারত। হাওড়া থেকে সকাল ৬ টা বেজে ৩০ মিনিটে ছাড়বে বন্দে ভারত এক্সপ্রেস। এবং ট্রেনটি পুরীতে পৌঁছাবে দুপুর ১২ টা ৩৫ মিনিট নাগাদ। এবং ওই দিনই হাওড়া থেকে ট্রেনটি ছাড়বে ১ টা ৫০ মিনিটে। এবং হাওড়া পৌছবে রাত ৮ টা ৩০ মিনিট নাগাদ।

এবার বন্দে ভারতে মাত্র ছয় ঘণ্টায় হাওড়া থেকে পুরী পৌঁছতে পারবেন বঙ্গবাসী, কবে থেকে শুরু হবে? 

এই নতুন বন্দে ভারতে দুটি শ্রেণী এবং ১৬ টি কামরা থাকবে। একটি সাধারণ শ্রেণী এবং একটি এগজ়িকিউটিভ শ্রেণী। তবে কত খরচ পরবে হাওড়া থেকে পুরী যেতে? বন্দে ভারতে করে হাওড়া থেকে পুরী যেতে খরচ পরবে ১২৬৫ টাকা। তবে এটি সাধারণ শ্রেণির ক্ষেত্রে। এগজ়িকিউটিভ স্রেনিতে ভাড়া ২৪২০ টাকা।

এবার বন্দে ভারতে মাত্র ছয় ঘণ্টায় হাওড়া থেকে পুরী পৌঁছতে পারবেন বঙ্গবাসী, কবে থেকে শুরু হবে? 

এবার বন্দে ভারতে মাত্র ছয় ঘণ্টায় হাওড়া থেকে পুরী পৌঁছতে পারবেন বঙ্গবাসী, কবে থেকে শুরু হবে? 
এবার বন্দে ভারতে মাত্র ছয় ঘণ্টায় হাওড়া থেকে পুরী পৌঁছতে পারবেন বঙ্গবাসী, কবে থেকে শুরু হবে? 

এর আগে শিয়ালদহ বা হাওড়া থেকে যে সমস্ত দূর পাল্লার ট্রেন গুলো চলাচল করতো সেই ট্রেন গুলিতে কম করেও সময় লাগতো প্রায় ৮ ঘণ্টা। তবে এবার এই নতুন বন্দে ভারত চালু হওয়ায় বঙ্গবাসীর সময় অনেকটাই বাঁচবে। কারণ এই বন্দে ভারতের গতিবেগ হবে ঘণ্টায় প্রায় ৭৭ কিমি এবং সর্বোচ্চ গতিবেগ প্রায় ঘণ্টায় ১৩০ কিমি।