নজরবন্দি ব্যুরো: বেশিরভাগ ইউজার অডিও এবং ভিডিও কলিংয়ের জন্য হোয়াটসঅ্যাপ ব্যবহার করেন। এবার বড় ঘোষণা ইলন মাস্কের। এখন থেকে কল করার সুবিধা মিলবে এক্স অ্যাপেও। মাস্ক ইতিমধ্যেই এই বিষয়ে একটি ট্যুইট ও করেছেন।
আরও পড়ুন: ফিরে এল BSNL এর সবচেয়ে জনপ্রিয় রিচার্জ প্ল্যান, এবার ৩৯৭ টাকা রিচার্জ করে কী কী পাবেন?
X সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ব্যবহার করে অডিও এবং ভিডিও কলের সুবিধার কথা ঘোষণা করেছেন মাস্ক। ফেসবুকের জমি কেড়ে নেওয়ার জন্য তিনি কোমর বেঁধে নেমেছেন। ইলন এও পরিষ্কার করে দিয়েছেন যে, এই জোড়া ফিচার ব্য়বহারের জন্য় প্ল্যাটফর্ম কোনও বাধা হবে না।
মানে আপনি Android, iOS, PC এবং Mac থেকেও করতে পারবেন অডিয়ো-ভিডিয়ো কল। এক্স দ্রুত এই পরিষেবা যোগ করতে চলছে ইউজার্সদের জন্য। এক্সের ডিজাইনার আন্দ্রেয়া কনওয়ে সম্প্রতি বেশ কিছুবার তাঁর এক্স হ্য়ান্ডেল থেকে এই জোড়া ফিচারের সুকৌশলে ঘোষণা করেছেন।
ইলন মাস্কের নয়া চমক, এবার X-থেকেই অডিও-ভিডিও কলের সুবিধা পাবেন ইউজাররা
এক্ষেত্রে কল করলেও ইউজারদের ফোন নম্বর জানতে পারবেন না কেউ। তবে গ্রুপ চ্যাট করা যাবে কিনা বা এই কল রেকর্ড করা যাবে কিনা তা অবশ্য জানা যায়নি। আগামী কয়েক সপ্তাহের মধ্যেই বিশ্বের সকল ইউজাররাই এক্স থেকে কল করতে পারবেন।