ফিরে এল BSNL এর সবচেয়ে জনপ্রিয় রিচার্জ প্ল্যান, এবার ৩৯৭ টাকা রিচার্জ করে কী কী পাবেন?
BSNL's most popular recharge plan is back

নজরবন্দি ব্যুরো: ভারত সঞ্চার নিগম লিমিটেড বা BSNL বর্তমানে গ্রাহকদের এমন একটি প্রিপেড প্ল্যান অফার করছে, যার ভ্যালিডিটি ১৫০ দিন। যদিও এটি কোনো নতুন প্ল্যান নয়, তবে এখন টেলকোটি এতে একাধিক পরিবর্তন এনেছে। BSNL এর যে প্ল্যানটির দাম হল ৩৯৭ টাকা‌।

আরও পড়ুন: আর কেনা যাবে না ইচ্ছে মতো সিম কার্ড, নতুন নিয়ম আনল সরকার

যেসব গ্রাহকেরা প্রিপেড প্ল্যানে দীর্ঘমেয়াদী ভ্যালিডিটি চান, তারা এটি রিচার্জ করতে পারেন। আবার কিছু কিছু গ্রাহক আছেন যারা দুটি সিম ব্যবহার করেন, সেক্ষেত্রে তারা তাদের BSNL সিমটি সেকেন্ডারি সিম হিসেবে অ্যাক্টিভ রাখার জন্য এটি রিচার্জ করতে পারেন।

ফিরে এল BSNL এর সবচেয়ে জনপ্রিয় রিচার্জ প্ল্যান, এবার ৩৯৭ টাকা রিচার্জ করে কী কী পাবেন?
ফিরে এল BSNL এর সবচেয়ে জনপ্রিয় রিচার্জ প্ল্যান, এবার ৩৯৭ টাকা রিচার্জ করে কী কী পাবেন?

৩৯৭ টাকার প্ল্যানে BSNL তার ব্যবহারকারীদের ১৫০ দিনের ভ্যালিডিটি দিচ্ছে। তার থেকেও বড় কথা হল, এই প্ল্যানে ভারত সঞ্চার নিগম লিমিটেডের ব্যবহারকারীরা প্রতিদিন ২GB ডেটা পেয়ে যাবেন। ৩৯৭ টাকা রিচার্জ করে প্রায় পাঁচ মাস ধরে আপনি রোজ ২GB করে ডেটা পেয়ে যাচ্ছেন।

ফিরে এল BSNL এর সবচেয়ে জনপ্রিয় রিচার্জ প্ল্যান, এবার ৩৯৭ টাকা রিচার্জ করে কী কী পাবেন?

BSNL: ফিরে এল BSNL এর সবচেয়ে জনপ্রিয় রিচার্জ প্ল্যান, এবার ৩৯৭ টাকা রিচার্জ করে কী কী পাবেন?

বর্তমান প্ল্যানটি গ্রাহকদের জন্য অনেক বেশি সাশ্রয়ী মূল্যের। এর আগে এই প্ল্যানে, ১৮০ দিনের ভ্যালিডিটি পাওয়া যেত, যেখানে ডেটা সীমা ছিল প্রতিদিন ২ জিবি। এছাড়াও ৬০ দিনের জন্য আনলিমিটেড ফোন কল, এবং প্রতিদিন ১০০টি SMS এর সুবিধা পাওয়া যেত এই প্ল্যানে। যদিও গ্রাহকরা এখনও এই সমস্ত সুবিধাগুলি পাবেন, তবে এটি শুধুমাত্র ৩০ দিনের মধ্যেই সীমাবদ্ধ থাকবে।

BSNL: ফিরে এল BSNL এর সবচেয়ে জনপ্রিয় রিচার্জ প্ল্যান, এবার ৩৯৭ টাকা রিচার্জ করে কী কী পাবেন?