নজরবন্দি ব্যুরো: ছোট পর্দায় ধারাবাহিকগুলির মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই। প্রতি সপ্তাহে টিআরপি তালিকায় থাকছে চমক। অপেক্ষায় থাকেন দর্শকেরাও। চলতি সপ্তাহে ধারাবাহিকগুলির মার্কশিট সামনে আসতেই দেখা গেল দীর্ঘদিন ধরে দখলে রাখা প্রথম স্থান হারিয়েছে ‘অনুরাগের ছোঁয়া’। তাহলে কে এল প্রথম? প্রথম দশে জায়গা পেল কোন কোন ধারাবাহিক?
আরও পড়ুন: SSC-TET Scam: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম ভাঙিয়ে ৫০০ কোটি টাকা তুলেছে কুন্তল, বিস্ফোরক অভিযোগ তাপসের

‘অনুরাগের ছোঁয়াকে হারিয়ে প্রথম স্থান অর্জন করেছে জি বাংলার জগদ্ধাত্রী ধারাবাহিক। তারা পেয়েছে ৮.০। সূর্য-দীপা রয়েছে দ্বিতীয় স্থানে। তৃতীয় স্থানে রয়েছে নিম ফুলের মধু। চতুর্থ ও পঞ্চম স্থানে রয়েছে যথাক্রমে ‘গৌরী এল’ এবং ‘পঞ্চমী’। টিআরপি তালিকায় প্রথম দশে জায়গাই করতে পারেনি একসময়ের বেঙ্গল টপার ‘মিঠাই’। জি বাংলার এই ধারাবাহিক বরাবর প্রথম পাঁচে বিশেষ করে প্রথম ও দ্বিতীয় স্থানে জায়গা পাকা করেছে। কিন্তু এবারের ফলাফল সামনে আসতেই হতাশ দর্শকরা।

শীর্ষ স্থান থেকে ছিটকে গেল ‘অনুরাগের ছোঁয়া’, দেখে নিন সপ্তাহের টিআরপি লিস্ট
‘মিঠাই’ এর প্রাপ্ত নম্বর ৪.৫। গত সপ্তাহে তারা পেয়েছিল ৪.৯। এছাড়া সদ্য শেষ হওয়া ‘বালিঝড়’ ধারাবাহিকের শেষ সপ্তাহের টিআরপি আরও খারাপের দিকে। তারা পেয়েছে ২.৫। উল্লেখ্য, ‘বালিঝড়’ সম্প্রচারিত হত প্রতিদিন সন্ধ্যে ৬ টায়। এখন এই স্লটে দেখা যাচ্ছে ‘রামপ্রসাদ’ ধারাবাহিক।

একনজরে দেখে নিন এ সপ্তাহের টিআরপি লিস্ট:
জগদ্ধাত্রী ৮.০
অনুরাগের ছোঁয়া ৭.৯
নিম ফুলের মধু ৭.৮
গৌরী এল ৭.৫
পঞ্চমী ৬.৪
রাঙা বউ ৬.২
বাংলা মিডিয়াম ৫.৯
খেলনা বাড়ি ৫.৭
মেয়েবেলা ৫.৬
হরগৌরী পাইস হোটেল ৫.৬
এক্কা দোক্কা ৫.৪।