Serial TRP: ফের নিজের জায়গায় ফিরে আসলো মিঠাই! দেখুন এই সপ্তাহে প্রথম পাঁচে কে?

ফের নিজের জায়গায় ফিরে আসলো মিঠাই! দেখুন এই সপ্তাহে প্রথম পাঁচে কে?
Bengali TRP list in this week

নজরবন্দি ব্যুরোঃ বেশ কিছুদিন ধরেই বাংলা ধারাবাহিক বন্ধ ছিল। টিভিতে টেলিকাস্ট বন্ধ ছিল সব ধারাবাহিকের।  এর কারন টিআরপি ছিল না কারন গোটা দুটি চ্যানেলই বন্ধ ছিল বিশেষ এক কারনে। ফলে সেই সময় একাধিক জনপ্রিয় সিরিয়ালের টিআরপি কমে গিয়েছিল। তবে পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর ফের হাতে আসল এই সপ্তাহের টিআরপি তালিকা।

আরও পড়ুনঃ ২৫ হাজারের কম দামে AC! দেখুন আপনার পছন্দ কোনটা

এবার এই সপ্তাহের বাংলার তিন বেঙ্গল টপার হল ‘অনুরাগের ছোঁয়া’, ‘জগদ্ধাত্রী’, গৌরী এল’। অনুরাগের ছোঁয়া’র টিআরপি ৮.৯, ‘জগদ্ধাত্রী’র টিআরপি ৮.৫, গৌরী এল’র টিআরপি ৮.১।  চতুর্থ স্থানে খেলনা বাড়ি (৭.৯), পঞ্চম স্থানে বাংলা মিডিয়াম ও পঞ্চমী (৭.৭),  ষষ্ঠ স্থানে নিম ফুলের মধু (৭.৪), সপ্তম স্থানে গাঁটছড়া (৭.১)।

SERIAL
ফের নিজের জায়গায় ফিরে আসলো মিঠাই! সপ্তাহের বাংলার তিন বেঙ্গল টপার কে?

একসময় সেরার সেরা ছিল মিঠাই ধারাবাহিক, সব সময়ই টিআরপিতে শীর্ষে থাকতো। দুবছর পূর্ণ হল মিঠাইয়ের তবে এই সেরার সেরা ধারাবাহিকের টিআরপি এখন এসে দাড়িয়েছে ৭ এ। আবার শোনা গেছে মিঠাই সিরিয়াল নাকি অন্য সিরিয়াল থেকে গল্প চুরি করেছে! তবে মিঠাইয়ের আসল অনুরাগীরা এসব কথায় কান না দিয়ে সব সময় পাশেই রয়েছে।

ফের নিজের জায়গায় ফিরে আসলো মিঠাই! সপ্তাহের বাংলার তিন বেঙ্গল টপার কে?

Bengali Serial
ফের নিজের জায়গায় ফিরে আসলো মিঠাই! সপ্তাহের বাংলার তিন বেঙ্গল টপার কে?

নন-ফিকশন শো তেও এবার বাজিমাত করেছে এদের মধ্যে ১ নম্বরে ‘দিদি নম্বর ওয়ান’ তবে ডান্স বাংলা ডান্স কিছুদিন আগে শীর্ষে ছিল তা নিয়ে ওই শো এর সঞ্চালক অঙ্কুশ হাজরা সোশ্যাল মিডিয়ায় নিজের খূশীড় ফোয়ারা সকলের সঙ্গে ভাগও করে নিয়েছিলেন তবে এই সপ্তাহে টি আর পি বেশ অনেকটাই কমলো।