নজরবন্দি ব্যুরোঃ বাড়ছে গরম। মার্চের শুরুতেই সূর্য দেবে তাঁর জেল্লা দেখাচ্ছে। যতই গরম বাড়বে ততই বাড়বে এসি কেনার প্রবণতা। কিন্তু এই সময় কম্পানি গুলি এসি-র দাম বাড়িয়ে দেই। কিন্তু আপনি ২৫ হাজারের কম দামে কিনতে আনতে পারেন স্প্লিট এসি। আজকের প্রতিনবেদনে এই রকমই কিছু ভাল এসির খোঁজ দিলাম আমারা। দেখুন আপনার পছন্দ কোনটা।
আরও পড়ুনঃ ফোন হারিয়ে গেলে তা খুঁজে পেতে কী করবেন, জানুন
বিলিয়ন এসি১৪৫। বিলিয়নের এই ১.৫ টনের এসির দাম মাত্র ২১,৯৯৯ টাকা। থ্রি স্টার রেটিংয়ের এই স্প্লিট এসির সম্পূর্ণ নাম, Billion AC145 1.5 Ton 3 Star Split Air Conditioner। এই এসি টিকে আপনি রিমোটের সাহায্যে নিয়ন্ত্রণ করতে পারবেন। ডাস্ট ও ভিটামিন ফিল্টার রয়েছে এই এয়ার কন্ডিশনারে। এই এসির মেইন ও আউটডোর ইউনিট কনডেনসর কয়েল অ্যালুমিনিয়াম দিয়ে তৈরি করা হয়েছে।
ভোল্টাস স্যাক ১২২ সিওয়াইএ । এই ১ টনের ভোল্টাস এয়ার কন্ডিশনারের দাম মাত্র ২০,৭৪০ টাকা। এই এসির সম্পূর্ণ নাম, Voltas SAC 122 DYA 1 Ton 2 Star Split Air Conditioner। এই এসির মেইন এবং আউটডোর ইউনিট কনডেনসর কয়েল কপার দিয়ে তৈরি করা হয়েছে। এই স্প্লিট এসির সঙ্গে ১ বছরের প্রডাক্ট ওয়ারান্টি এবং 5 বছরের কম্প্রসরের ওয়ারান্টি পাওয়া যাবে।

MarQ 0.8 টন ৩ স্টার স্প্লিট ইনভার্টার এসি । আপনি Flipkart-এর এই AC মডেলটি ২১,৪৯০ টাকায় কিনতে পারবেন। বাজারে এই মডেলটি ৩ স্টার রেটিং সহ আসে। এতেও আপনি শুধুমাত্র তামার কনডেন্সার পাবেন। এতে অটো রিস্টার্টের সুবিধাও রয়েছে।
Whirlpool 1 Ton Split AC: এসি ৩ স্টার রেটিং সহ আসে। এছাড়াও এতে অটো রিস্টার্ট, স্লিপ মোড, টার্বো কুল এর মত ফিচারগুলি রয়েছে। এছাড়া এতে R32 গ্যাস ব্যবহার করা হয়েছে। এই এসিতে 1 বছরের ওয়ারেন্টি এবং ৫ বছরের কম্প্রেসার ওয়ারেন্টি পেয়ে যাবেন। এই এসিটির দাম ২৪,৯৯৯ টাকা।
২৫ হাজারের কম দামে AC! দেখুন আপনার পছন্দ কোনটা
ডাইকিন 0.8 টন স্প্লিট এসি । ডাইকিন 0.8 টন স্প্লিট এসিতে AC-তে ৩ স্টার রেটিং রয়েছে। ২৫ হাজার টাকার মধ্য়ে এই এসিটিতে অনেক ফিচার রয়েছে। স্লিপ মোড সহ আরও অনেক ফিচার দেওয়া হয়েছে। এসিটি আপনি ২৪,৬৪৯ টাকায় কিনতে পারবেন।