নজরবন্দি ব্যুরোঃ চলতি মাসের ২১ শে সেপ্টেম্বর ছিল টলিউড অভিনেত্রী শ্বেতা ভট্টাচার্যের জন্মদিন, জন্মদিনটা মায়ের সাথেই কাটিয়েছেন অভিনেত্রী। মেয়ের এই বিশেষ দিনে নিজের হাতে নানা রকম রান্না করেছিলেন। কিন্তু হঠাৎ করে কি এমন হল। এত আনন্দের মাঝেই শ্বেতা নিজের মায়ের অসুস্থতার কথা জানালেন।
আরও পড়ুনঃ ‘কপি ক্যাট’! বিয়ের পোশাক নিয়ে ট্রোলড রাঘব-পরিণীতি
এই মুহূর্তে অভিনেত্রীর মা একটি বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন। ICU তে রয়েছেন তিনি। সম্প্রতি প্রথম সারির এক সংবাদ মাধ্যমের তরফ থেকে যোগাযোগ করা হয় অভিনেত্রী শ্বেতার সঙ্গে। তিনি জানান ‘কয়েকদিন ধরে মা খুবই অসুস্থ। ১০২-১০৩ জ্বর। জ্বরটা ওঠানামা করছে। ভীষণ দুর্বল। উঠে বসা তো দূর, চোখ খুলে ঠিক মতো তাকাতে পর্যন্ত পারছে না। ডেঙ্গি টেস্ট করা হয়েছে। সেটার রিপোর্ট নেগেটিভ এসেছে। তবে সোডিয়াম, পটাসিয়ামের মাত্রা একেবারে কমে গিয়েছে। বাথরুমে যেতে গিয়ে পড়ে গিয়েছিল। বাবা ধরে ধরে ঘরে নিয়ে আসে। সেটাই প্রায় আধঘণ্টার উপর সময় লেগেছে।’

মায়ের অসুস্থতায় স্বাভাবিক ভাবেই খুব ভেঙ্গে পড়েছেন অভিনেত্রী। সামাজিক মাধ্যমে ছবি পোস্ট করে লিখেছেন। তোমায় ছাড়া ঘুম আসেনা মা। এবং সকলকে মায়ের সুস্থতার কামনা করার আর্জি জানিয়েছেন।
গুরুতর অসুস্থ শ্বেতার মা, ঠিক কি হয়েছে?
অভিনেত্রীর এই পোস্ট দেখে মন খারাপ অনুরাগীদেরও। অভিনেত্রীর পোস্ট ঘিরে একের পর এক শুভ কামনা ভরিয়ে দিয়েছেন তারা। পোস্টের কমেন্টে অনুরাগীরা লিখেছেন। “আমরা পাশে আছি কাকিমা ঠিক সুস্থ হয়ে যাবে”, “ওনার দ্রুত আরোগ্য কামনা করছি”। বেশ কিছুদিন যাবত অভিনেত্রীর সময়টা খুব একটা ভালো যাচ্ছে না। এর আগে শ্বেতার প্রেমিক রুবেল পায়ে চোট পেয়ে বেশ কিছুদিন শুটিং থেকে দূরে বাড়িতে রেস্ট নিচ্ছিলেন। তবে পুরোপুরি সুস্থ রুবেল। শুটিং ফ্লোরে এই মুহূর্তে চুটিয়ে অভিনয় করছেন।