নজরবন্দি ব্যুরোঃ এই মুহূর্তে বিনোদন জগতের সবচেয়ে বড় খবর হল কাজ রাতেই চারহাত এক হয়েছে রাঘভ এবং পরিণীতির। আজ কাকভোরে তাদের বিয়ের ছবি সামনে এসেছে। খুব সাদামাটা পোশাকে তারা বিয়ে করেছেন। ছিলনা কোন জাকজমক। প্রাণখোলা হাসিতে নবদম্প্রতির ছবি নিমেষের মধ্যেই ভাইরাল হয়েছে। কিন্তু হটাত করেই ‘কপি ক্যাট’ বলে কটাক্ষ করা হচ্ছে রাঘব-পরিণীতি কে। নেপথ্যে কারন কী?
আরও পড়ুনঃ তিয়াসার নতুন প্রেম প্রকাশ্যে, কিন্তু কেন শুভেচ্ছার বদলে ধেয়ে এলো কটাক্ষ!
ট্রোলারদের দাবী রণবীর-আলিয়ার সাজপোশাকই নাকি কপি করেছেন রাঘব-পরিণীতি। রণবীর-আলিয়ার তাদের বিয়েতে আদ্যোপান্ত সাদা পোশাকে নিজেদের সাজিয়ে তুলেছিলেন। ছিলনা কোন জাকজমক । এমনকি গয়নাতেও ছিলনা ভারী কিছু। দুই দম্প্রতির বিয়ের সাজে নাকি দারুন মিল। সেই জন্যই রাঘব-পরিণীতিকে ‘কপি ক্যাট’ তকমা দিচ্ছেন নিন্দুকেরা।
তবে এইসব কটাক্ষকে পাত্তা দিতে নারাজ রাঘব-পরিণীতি। মে মাসেই তাদের বাগ্দান পর্ব সম্পন্ন হয়েছে। রবিবার রাজস্থানের উদয়পুরে লেকে জমজমাট ভাবে তাদের বিয়ে সম্পন্ন হল। এখন প্রস্তুতি শুরু মধুচন্দ্রিমার। কোথায় যাচ্ছেন রাঘব-পরিণীতি একান্তে সময় কাটাতে?
‘কপি ক্যাট’! কাদের নকল করলেন রাঘব-পরিণীতি?
rতবে মধুচন্দ্রিমা নিয়ে এখনও মুখ খোলেননি রাঘব-পরিণীতি। তবে সুত্রের খবর এখনই মধুচন্দ্রিমায় যাচ্ছেন না এই নবদম্প্রতি। কারন পরিণীতি বিয়ের পর্ব মিটিয়েই ব্যস্ত হয়ে পরবেন তার আসন্ন ছবির প্রচারের জন্য। অন্যদিকে রাঘবও বেশ কিছু কাজে ব্যাস্ত থাকবে আগামী কয়েকদিন। ফলে মধুচন্দ্রিমায় রয়েছে ঢের দেরি। এই খবর শোনার পর থেকেই কিছুটা মন খারাপ অনুরাগীদের। কারন তারা অধীর আগ্রহে বসে ছিল তাদের প্রিয় অভিনেত্রীর মধুচন্দ্রিমার ছবি দেখার জন্য।