নজরবন্দি ব্যুরোঃ বাংলা ধারাবাহিকের জনপ্রিয় অভিনেত্রী তিয়াসা লেপচা। বেশ কিছুবছর আগেই তিনি বিনোদন কেরিয়ারে প্রবেশ করেছেন। কিন্তু মাত্র এই কয়েক বছরেই তিনি অফুরান্ত সাফল্য পেয়েছেন। একের পর এক সিরিয়ালে মুখ্য চরিত্রে অভিনয় করে তিনি দর্শকদের মন জয় করেছেন। সম্প্রতি সামনে এসেছে তার নতুন সম্পর্কের খবর। কিন্তু এই সম্পর্কে নিয়ে কেন কটাক্ষের মুখে পরতে হচ্ছে অভিনেত্রীকে?
আরও পড়ুনঃ “শাহরুখের বাড়ির ড্রেসিং রুমটাই আমার বাড়ির সমান”: আমির খান
কিছুদিন আগেই নিজের মুখে তিয়াসা তার নতুন সম্পর্কের কথা সকলকে জানিয়েছিল। জানিয়েছেন তার এই নতুন ভালবাসার মানুষটিও নাকি ইন্ডাস্ট্রিরই মানুষ। তবে তার নাম এখনই প্রকাশ্যে আনতে চাইছেন না অভিনেত্রী। জানিয়েছেন সময় আসলে সবটা নিজের মুখেই জানাবেন না।

তবে তিনি যে এই সম্পর্ক নিয়ে খুব সিরিয়াস সেটা তার কথা শুনেই বোঝা গেছে। এমনকি সেই মানুষের সাথে বিয়ের পরিকল্পনাও তিনি করে ফেলেছেন। অভিনেত্রীর কথায় ” “যার সঙ্গে সম্পর্কে রয়েছি, তিনি কিন্তু ইন্ডাস্ট্রিরই একজন মানুষ। ভীষণই ভাল সে। আমি খুব ভাল আছি তাঁর সঙ্গে। যদি সব কিছু ঠিকঠাক থাকে ভবিষ্যতে বিয়েরও পরিকল্পনা আছে। তবে এখনই এই সব নিয়ে কিছু ভাবছি না। আপাতত কাজেই মন দিতে চাই।”
তিয়াসার নতুন প্রেম প্রকাশ্যে, তবে অভিনেত্রীর দিকে ধেয়ে আসছে একাধিক কটাক্ষ
প্রসঙ্গত উল্লেখ্য, তিয়াসার আগের স্বামী সুবান রায়। তার হাত ধরেই অভিনেত্রী এই কাজের জগতে প্রবেশ করেন। ফলে তার সাথে অভিনেত্রীর বিচ্ছেদের পর একাধিক কটাক্ষ ধেয়ে আসে অভিনেত্রীর দিকে। এমনকি অনেকে বলেছেন তিনি কাজের জগতে আসার জন্যই নাকি তার স্বামীকে ব্যবহার করেছেন। এবং নতুন সম্পর্ক নিয়েও ক্রমাগত কটাক্ষ করে চলেছেন নেটনাগরিকরা। নেটিজেনদের কথায় “অভিনেত্রী মানেই তো একাধিক সম্পর্ক”, “দেখি এই সম্পর্ক কতদিন টেকে”।