নজরবন্দি ব্যুরোঃ শাহরুখ খান এবং আমির খান, এই দুইখানের বন্ধুত্বের কথা কারোরই অজানা নয়। তাদের দুজনেরই প্রায় একই সঙ্গে বলিউডে অভিষেক ঘটেছে। দুজনেরই প্রায় বলিউডে কয়েক দশক কেটে গিয়েছে। এর আগে একাধিকবার শাহরুখের মন্নতে গিয়েছিলেন আমির। কিন্তু সম্প্রতি আমির এবং শাহরুখকে নিয়ে এক বিস্ফোরক ঘটনা সামনে এলো।
আরও পড়ুনঃ প্রকাশ্যে রাঘব-পরিণীতির বিয়ের ছবি, কনের ওড়নায় বিশেষ চমক!
বেশ কিছু সময় আগে শাহরুখের মন্নতে গিয়েছিলেন আমির। কিন্তু সেখানে গিয়ে তিনি কিং খানের বাড়ির খাবার খাননি! তিনি নিজের থেকে বয়ে খাবার নিয়ে গিয়েছিলেন। এবং সেই খাবারই খেয়েছেন। এই বিষয়টি সামনে আসা মাত্রই তা নিয়ে বহু বিতর্ক শুরু হয়। এমনকি আমির খানকে নিয়ে বহু কথা রটে।

কিন্তু পরে আসল ঘটনাটি সামনে আসা মাত্রই সকলের সব ভুল ভেঙ্গে যায়। জানা যায় সেইসময় নাকি আমির খান তার একটি ছবির জন্যও একটি বিশেষ ডায়েটে ছিলেন। সেই কারনেই নাকি তিনি সেই ডায়েটে অন্তর্ভুক্ত খাবার খেয়েছিলেন। কিন্তু পরে অবশ্য বন্ধুত্ব রক্ষা করতে তিনি শাহরুখের সাথে লাঞ্চ করেছিলেন তার বাড়ির খাবারেই।
“শাহরুখের বাড়ির ড্রেসিং রুমটাই আমার বাড়ির সমান” আর কী বললেন আমির
তবে শুধু খাবার নিয়েই নয়। খাবার ছাড়াও আমির খান মন্নত নিয়ে এক বিশেষ মন্তব্য করেছিলেন। আমিরের কথাতে শাহরুখের বাড়ির ড্রেসিং রুমটাই নাকি আমিরের বাড়ির সমান। বলাবাহুল্য শাহরুখ যখন সাফল্যের মুখ দেখেননি তখন থেকেই তিনি তিনি মন্নত বানানোর স্বপ্ন দেখতেন। এরপর বহু কষ্ট করে তিনি মন্নত কেনেন। সেই সময় কিন্তু তার মন্নত সাজানোর মত ক্ষমতাও ছিলনা। তবে ধীরে ধীরে তিনি তার স্বপ্নের মন্নত সাজান।