নজরবন্দি ব্যুরোঃ কাল ২৪ সেপ্টেম্বর আপ সাংসদ রাঘব চড্ডার সঙ্গে বলিউডের অভিনেত্রী পরিণীতি চোপড়ার চারহাত এক হয়েছে। রাজস্থানের উদয়পুরে পিচোলা হ্রদের ধারে তাদের বিবাহের অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। তবে কালকে তারা তাদের বিবাহের কোন ছবি সামনে আনেননি। তবে আজ কাকভোরে নবদম্পতি তাদের বিয়ের ছবি সকলের সাথে ভাগ করে নিলেন।
আরও পড়ুনঃ নৌকা করে বউ আনতে গেলেন রাঘব, উদয়পুরে চার হাত এক হল ‘রাঘণীতি’র
ইন্সট্রাগ্রামে পোস্ট করা নতুন বর বউয়ের ছবি দেখে মুগ্ধ সকলেই। নায়িকার পরনে ছিল আইভরি রঙের লাহেঙ্গা। গলায় ছিল সুন্দর কারুকার্য করা হার। হাতে চুরি। মুখে খোলা হাসি। তবে সমস্ত সাজপোশাকে সেরকম বিশেষ চমক না থাকলেও, চমক ছিল নায়িকার ওড়নায়। পরিণীতি চোপড়ার ওড়নায় লেখা ছিল রাঘবের নাম।

অন্যদিকে রাঘবের পরনে ছিল সাদা রঙের পোশাক। গলায় একটি সুন্দর সাদা মালা। সাথে ফুলের মালা। তার মুখেও প্রাণখোলা হাসি। তাদের বিয়ের ছবি দেখার জন্যও অনুরাগীরা কালই অপেক্ষার প্রহর গুনছিলেন কিন্তু ছবি প্রকাশ্যে না আশায় বেশ কিছুটা নিরাস হয়েছিলেন অনুরাগীমহল। তবে সকালে তাদের বিয়ের ছবি সামনে আসতেই সব রাগ, অভিমান নিমেষেই গলে জল হয়ে যায়।
প্রকাশ্যে রাঘব-পরিণীতির বিয়ের ছবি, মুগ্ধ অনুরাগীরা
তবে রাঘব-পরিণীতির বিয়ের অনুষ্ঠান কিন্তু শুরু হয়েছিল গত সপ্তাহের শনিবার থেকেই। উদয়পুরের বিলাসবহুল হোটেলে তাদের অতিথিদের জন্যও আয়োজন করা হয়েছিল ‘ওয়েলকাম লাঞ্চ’। মোট ২০০ জন অতিথি উপস্থিত ছিলেন সেই অনুষ্ঠানে। তাদের মধ্যে আবার ৫০জন ছিলেন স্পেশাল অতিথি। তাদের জন্যও রাস্তা ঘাটও বন্ধ করা হয়েছিল। যাতে তারা কোন রকম ঝুট ঝামেলা ছাড়া বিয়ের অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারেন। সাথে তাদের জন্যও মোতায়েন করা হয়েছিল পর্যাপ্ত পরিমানে নিরাপত্তা কর্মী।