নজরবন্দি ব্যুরো: দীর্ঘ অপেক্ষার অবসান! অবশেষে বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন বলিউড অভিনেত্রী পরিণীতি চোপড়া ও আপ সাংসদ রাঘব চাড্ডা। রবিবার, ২৫ সেপ্টেম্বর রাজস্থানে রাজকীয় আয়োজনের মধ্যে শুভ অনুষ্ঠান সম্পন্ন হয়। গতকাল রাত থেকেই দুজনের রিসেপশনের একটি ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। এরপর থেকেই নেটিজেনদের মধ্যে কৌতূহল দেখা যায়। সোমবার রাঘব, পরিণীতি দুজনেই বিয়ের কিছু ছবি শেয়ার করেন। নববধূর সাজ দেখে মুগ্ধ সকলে। তাঁদের পোস্টের কমেন্ট বক্স ভরে গিয়েছে অসংখ্য শুভেচ্ছা বার্তায়।
আরও পড়ুন: ইতিহাসের পাতায় গুরুত্বপূর্ণ ২৫ সেপ্টেম্বর, আজকের দিনের কোন কোন ঘটনা উল্লেখযোগ্য
রাঘব ও পরিণীতি ওরফে ‘রাঘণীতি’ নিজেদের জীবনের এই বিশেষ দিনের জন্য মুম্বই থেকে উড়ে গিয়েছিলেন রাজস্থানে। উদয়পুরের লীলা প্যালেস বসেছিল তাঁদের বিয়ের আসর। লেক প্যালেস থেকে নৌকোয় চড়ে পরিণীতিকে বিয়ে করতে আসেন রাঘব। নিজের আত্মীয়ের ডিজাইন করা পোশাক পড়েছিলেন রাঘব। তাঁর পরনে ছিল আইভরি রঙয়ের পোশাক। মাথায় অফ হোয়াইট পাগড়ি, গলায় মুক্তোর মালা। অন্যদিকে কনের পোশাকের দায়িত্বে ছিলেন বলিউডের নামজাদা ফ্যাশন ডিজাইনার মণীশ মালহোত্রা। দিদি প্রিয়াঙ্কা চোপড়ার মতই নিজের বিয়েতে লেহেঙ্গা পড়েন পরিণীতি। তবে লাল নয়, তাঁর পরনে ছিল বেইজ রঙের লেহেঙ্গা। মাথায় ওড়না বা ভেইল। ভারী অলঙ্কারে সেজেছিলেন তিনি।
উদয়পুরের পিচোলা হ্রদের ধারে অবস্থিত লীলা প্যালেসে স্বপ্নের বিয়ে সারলেন দুজন। দুপক্ষের পরিবার এবং ঘনিষ্ঠ বন্ধু-বান্ধবদের উপস্থিতিতে চার হাত এক হয় দুজনের। নৌকা করে বিয়ের মন্ডপে গিয়েছিলেন রাঘব। তাজ লেক প্যালেস থেকে নৌকায় রওনা দেয় পরিণীতির ‘বারাত’। বরপক্ষ সেখানেই ছিলেন। অতিথি তালিকায় ছিলেন ভাগ্যশ্রী, সানিয়া মির্জা, মণীশ মালহোত্রা, দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল, পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান, আদিত্য ঠাকরে হরভজন সিং, গীতা বসরা।
বিয়ের ছবি শেয়ার করে রাঘব-পরিণীতা লিখেছেন, “ব্রেকফাস্ট টেবিলে আমাদের প্রথম কথোপকথনের সময় থেকেই মন জানত। দীর্ঘ সময় ধরে এই দিনটির অপেক্ষায় ছিলাম। অবশেষে মিঃ ও মিসেস হয়ে নিজেদের ভাগ্যবান মনে হচ্ছে।” কাজের ব্যস্ততার জন্য বোনের বিয়েতে আসতে পারেননি দিদি প্রিয়ঙ্কা চোপড়া। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দূর থেকেই নবদম্পতিকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়েছেন।
নৌকা করে বউ আনতে গেলেন রাঘব, উদয়পুরে চার হাত এক হল ‘রাঘণীতি’র
