নজরবন্দি ব্যুরো: রাজনীতির ময়দানে নিজের একটি আলাদা পরিচিতি তৈরি করেছেন মদন মিত্র। রাজনীতিবিদ হিসেবে তাঁর অভিজ্ঞতা অনেকের থেকেই বেশি। মদন মিত্রর বর্ণময় চরিত্রের জন্য বেশ আলোচিত তিনি। এবার এক নতুন যাত্রাপথে তৃণমূলের বিধায়ক। নেতা থেকে অভিনেতা হওয়ার পালা। রাজনীতি থেকে টলিউডে পা রাখতে চলেছেন মদন মিত্র।
হরনাথ চক্রবর্তীর প্রযোজনায় বাংলা ছবির জগতে অভিনেতা হিসেবে ডেবিউ করবেন কামারহাটির বিধায়ক মদন মিত্র। জামাইষষ্ঠীতে মুক্তি পেতে চলেছে নতুন এই সিনেমা। ইতিমধ্যেই প্রোমোশনাল গানের শুটিং সেরে ফেলেছেন তিনি। জানা গিয়েছে, বিধায়কের এই সিনেমার নাম ‘ওহ লাভলি’। এই ছবির গান ‘হি ইজ এ লাভলি ম্যান, অলসো এ গুড ম্যান’ গানের শুটিং শেষ করলেন মদন মিত্র। গানটি একটি র্যাপ সং বলেই জানা গিয়েছে।

রাজনীতির বাইরে মদন মিত্রকে বেশ রঙিন মেজাজে দেখা যায়। বিভিন্ন বিনোদনমূলক অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থাকেন তিনি। তাঁর মুখেই বেশ জনপ্রিয় হয়েছে ‘ওহ লাভলি’ সংলাপ। আর এই সংলাপই রাজ্যের প্রাক্তন মন্ত্রীর প্রথম ছবির নাম। গত বছরের শেষের দিকে ছবির শুটিং শুরু করেছিলেন মদন মিত্র।
ছবির পরিচালক হরনাথ চক্রবর্তী। এক চালকলের মালিকের চরিত্রে দেখা যাবে মদন মিত্রকে। এই ছবিতে অভিনয় করছেন খরাজ মুখোপাধ্যায়, লাবণী সরকার, রাজনন্দিনী দত্ত সহ প্রমুখ। মদন মিত্রর মেয়ের চরিত্রে দেখা যাবে রাজনন্দিনীকে। তাঁর এই ছবি নিয়ে বেশ আগ্রহী দর্শকরা।
নেতা থেকে অভিনেতা! শীঘ্রই মুক্তি পাবে মদন মিত্রের প্রথম ছবি
