Koushani Mukherjee: কৌশানীকে সারপ্রাইজ দিতে হোটেলে নিয়ে আসেন বনি, প্রেমিকার জন্মদিন কীভাবে পালন করলেন লিডিং মোস্ট হিরো?

কৌশানীকে সারপ্রাইজ দিতে হোটেলে নিয়ে আসেন বনি, প্রেমিকার জন্মদিন কীভাবে পালন করলেন লিডিং মোস্ট হিরো?
bonny celebrate koushani's birthday

নজরবন্দি ব্যুরোঃ আজ টলিউড অভিনেত্রী কৌশানীর ৩০ তম জন্মদিন। কৌশানী বর্তমানে লিডিং মোস্ট হিরো বনির প্রেমিকা। প্রত্যেক বছর বনি তাঁকে নতুন নতুন উপহার দিয়ে সারপ্রাইস দেন। এবছর কি সারপ্রাইস দিলেন অভিনেতা?

আরও পড়ুনঃ প্রাচীন পদ্ধতিতে বাড়িতে বানিয়ে ফেলুন কাসুন্দি, জেনে নিন মা ঠাকুমার রেসিপি

যদিও এই ২০২৩ সাল টা অভিনেতার জন্য একদমই ভালো ছিল না। নিয়োগ দুর্নীতির সঙ্গে তার নাম জড়িয়েছিল। যার কারণে অনেক ভোগান্তির স্বীকার হতে হয়েছিল তাঁকে। তার বিরুদ্ধে অভিযোগ উঠেছিল তিনি একটি গাড়ি উপহার নিয়েছিলেন। শুধুটাই নয় এই ঘটনার জেরে কৌশানীর সাথেও তার মনমালিন্য হয়ে ছিল। তবে এখন অবশ্য তাঁদের মধ্যে ঝামেলা মিটে গেছে।

কৌশানীকে সারপ্রাইজ দিতে হোটেলে নিয়ে আসেন বনি, আর কি কি করলেন জন্মদিনে? 

 

তাই প্রেমিক প্রেমিকা দুজন মিলে চুটিয়ে জন্মদিন পালন করছেন। সকাল থেকে শুরু করে দিয়েছিলেন সেলিব্রেশন। জন্মদিনের আগের দিন অথাত কালকে তাঁরা দক্ষিনেস্বর মন্দিরে পুজো দিতে যান। শুধু তাই নয় সেই দিন নিজের হাতে রান্না করে প্রায় তিন হাজারের ও বেশি দুঃস্থ মানুষ কে রান্না করে খাওয়ান তিনি।

কৌশানীকে সারপ্রাইজ দিতে হোটেলে নিয়ে আসেন বনি, আর কি কি করলেন জন্মদিনে? 
তিনি একা নয় এই কাজে তাকে সাহায্য করেছিলেন তার প্রেমিক বনি সেনগুপ্ত। এর পর মন্দির থেকে ফেরার পর অভিনেত্রীকে সারপ্রাইজ দিতে তাকে একটি সুন্দর হোটেলে নিয়ে যান বনি। হোটেলে ঢোকা মাত্রই অবাক হয়ে যান কৌশানী। হোটেলে ঠিক রাত ১২ টার সময় টার বন্ধু বান্ধব এবং আত্মীয়স্বজন মিলে তাঁকে সারপ্রাইজ দেন।

কৌশানীকে সারপ্রাইজ দিতে হোটেলে নিয়ে আসেন বনি, আর কি কি করলেন জন্মদিনে? 

কৌশানীকে সারপ্রাইজ দিতে হোটেলে নিয়ে আসেন বনি, আর কি কি করলেন জন্মদিনে? 
কৌশানীকে সারপ্রাইজ দিতে হোটেলে নিয়ে আসেন বনি, আর কি কি করলেন জন্মদিনে? 

প্রতি বছরের মত এই বছরেও কৌশানীর প্রি বার্থডে উৎযাপন করা হয়। এই বছরটি আরও বিশেষ কারণ এই বছর নিজের সমস্ত অনুগামিদের নিজের বাড়িতেই আমন্ত্রণ জানিয়েছিলেন। তবে এই বছর প্রথম মাকে ছাড়া জন্মদিন পালন করছেন অভিনেত্রী ফলে সে তার মাকে খুব মিস করছেন। কিছুটা ইমোশনাল হয়ে যান অভিনেত্রী।