Shubman Gill: এখনও পর্যন্ত এটাই আমার সেরা ইনিংস, বিধ্বংসী সেঞ্চুরির পর বললেন শুভমান

এখনও পর্যন্ত এটাই আমার সেরা ইনিংস, বিধ্বংসী সেঞ্চুরির পর বললেন শুভমান
This is my best innings, Shubman said after the century

নজরবন্দি ব্যুরো: শুভমান গিলের বিধ্বংসী সেঞ্চুরি নিয়ে চর্চা এখনও চলছে। এখনও অনেকে ঘোরের মধ্যে রয়েছেন। ৬০ বলে ১২৯ রানের ইনিংসে তিনি মারেন ১০টি ছক্কা। আগের ম্যাচে বল হাতে সফল হয়েছিলেন আকাশ মাধোয়াল। সেই আকাশকে একই ওভারে তিনটি ছক্কা মারেন শুভমান গিল। কিন্তু ক্যামেরন গিলকে মারা ছক্কা নিয়ে জোর চর্চা হচ্ছে সোশ্যাল মিডিয়ায়।

আরও পড়ুন: ইতিহাসের পাতায় গুরুত্বপূর্ণ ২৭ মে, জেনে নিন আজকের দিনের কি কি হয়েছিল

গিলের মারা ছক্কা দেখে বিস্মিত মুম্বই ইন্ডিয়ান্স অধিনায়ক রোহিত শর্মাও। ২০২৩ সালের আইপিএলে গিল তিনটি সেঞ্চুরি করেন। তাঁর নামের পাশে লেখা ৮৫১ রান। কমলা টুপির দৌড়ে রয়েছেন গিল। এখও ফাইনাল ম্যাচ বাকি। তবে এই ইনিংস কেই এখন পর্যন্ত বেস্ট বলেছেন গিল। তিনি বলেন,

Shubman Gill: এখনও পর্যন্ত এটাই আমার সেরা ইনিংস, বিধ্বংসী সেঞ্চুরির পর বললেন শুভমান

‘সম্ভবত এটাই আইপিএলে এখনও পর্যন্ত আমার সেরা ইনিংস’। তাঁর কথায়, ‘আমি প্রতিটি বল মাথায় রেখে খেলি। একটি করে ওভারের পরিকল্পনা নিয়ে খেলি। যে ওভারে তিনটে ছয় মারলাম, সেটাই আমার ছন্দ তৈরি করে দিয়েছে। ওই ওভারের পর মনে হল, দিনটা আমার হতে পারে।

Shubman Gill: এখনও পর্যন্ত এটাই আমার সেরা ইনিংস, বিধ্বংসী সেঞ্চুরির পর বললেন শুভমান
এখনও পর্যন্ত এটাই আমার সেরা ইনিংস, বিধ্বংসী সেঞ্চুরির পর বললেন শুভমান

উইকেটের কথাও বলব। ব্যাট করার জন্য উইকেটটা বেশ ভাল’। আর তাঁর এই ছয় মারার দক্ষতা নিয়ে গিল জানান, ‘এই সিদ্ধান্ত গুলো আগে থেকে হয় না। নিজের খেলাকে অন্য স্তরে নিতে চেয়েছিলাম।

এখনও পর্যন্ত এটাই আমার সেরা ইনিংস, বিধ্বংসী সেঞ্চুরির পর বললেন শুভমান

Shubman Gill: এখনও পর্যন্ত এটাই আমার সেরা ইনিংস, বিধ্বংসী সেঞ্চুরির পর বললেন শুভমান

নিজের ওপর বিশ্বাস রাখা খুব জরুরি। আন্তর্জাতিক ক্রিকেটে ভালো পারফর্ম করার পর আত্মবিশ্বাস ধরে রাখাটা আরও বেশি প্রয়োজন ছিল। সাফল্য অনেক কিছুর মিশ্রণে তৈরি। ২০২১ সালে চোটে দীর্ঘ সময় বাইরে ছিলাম। সে সময় ব্যাটিং নিয়ে কাজ করেছি। টেকনিক্যালি কিছু পরিবর্তন এনেছি।’