নজরবন্দি ব্যুরো: আজ ২৭ মে, ২০২৩, শনিবার। গ্রেগরীয় বর্ষপুঞ্জি অনুসারে ১৪৭ তম দিন (অধিবর্ষে ১৪৮)। বিভিন্ন ঘটনায় মাধ্যমে একটি সাধারণ দিন স্মরণীয় হয়ে ওঠে। ইতিহাস ঘেটে দেখা যায় বছরের বিভিন্ন দিনেই কোনও না কোনো কারণে উল্লেখযোগ্য। জেনে নিন আজকের দিনে কি ঘটেছিল? বিশিষ্টজনের জন্ম, মৃত্যু সহ গুরুত্বপূর্ণ বিষয়।
আরও পড়ুন: ইতিহাসের পাতায় গুরুত্বপূর্ণ ২৬ মে, জেনে নিন আজকের দিনের কি কি হয়েছিল
জন্ম-
১৮৫২- ইংরেজ ক্রিকেটার বিলি বার্নস।
১৩৩২- আরব গণিতবিদ দার্শনিক ইবনে খালদুন।
মৃত্যু –
১৯৮৬- পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী অজয় মুখোপাধ্যায়।
১৯৬৪- আজকের দিনে মৃত্যু হয় ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর।
১৯৩০- স্পেনীয় কথাসাহিত্যিক গাব্রিয়েল মিরো।
১৯১০- নোবেল পুরস্কার বিজয়ী জার্মান জীব বিজ্ঞানী রবার্ট কখ।

ঘটনাবলী –
২০০৬- ইওগাকার্তায় জাভা ভূমিকম্পের জেরে সাড়ে ছয় হাজার লোক নিহত হয়।
১৯৮৯- বার্মার সামরিক শাসকগোষ্ঠী দেশের নাম পরিবর্তন করে দ্য ইউনিয়ন অব মায়ানমার রাখে।
১৯৭২- যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়নের মধ্যে সল্ট-১ চুক্তি স্বাক্ষরিত হয়।
১৯৫২- ইউরোপীয় প্রতীরক্ষা গোষ্ঠী গঠিত হয়।
১৯১৯- জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডের প্রতিবাদে রবীন্দ্রনাথ ঠাকুর ‘নাইট’ উপাধি ত্যাগ করে বড়লাট লর্ড চেমস ফোর্ডকে চিঠি দেন।
১৮৮৩- রাশিয়ার রাজা হিসেবে অভিষেক হয় তৃতীয় আলেকজান্ডারের।
১৭৬৭- কলকাতায় প্রথম প্রটেস্টান্ট গির্জা নির্মিত হয়।
১৬৭৯- ব্রিটেন হ্যাভিয়াস কার্পাস আইন প্রবর্তন করে।
ইতিহাসের পাতায় গুরুত্বপূর্ণ ২৭ মে, জানুন আজকের দিনের নানা ঘটনাবলী
